লস এঞ্জেলেস কাউন্টির বাসিন্দাদের জন্য কর ফাইলিংয়ের সময়সীমা বাড়ানো হয়েছে
বাবা হারালেন অভিনেত্রী রুনা খান
বাবা হারালেন অভিনেত্রী ও মডেল রুনা খানের বাবা ফরহাদ হোসেন ইন্তেকাল করেছেন। বার্ধক্যজনিত রোগে গতকাল রোববার দিবাগত রাতে মারা যান তিনি।
আজ সোমবার ১০ মার্চ সকালে এক ফেসবুক পোস্টে বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেন রুনা খান ফেসবুকে লিখেন, ‘আমার আব্বু চলে গেলেন..! তার আত্মার শান্তি কামনা করছি।
রুনা খানের বাবা সরকারী চাকুরী করতেন। টাঙ্গাইলের মির্জাপুরের মসদই গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। সেখানেই তার দাফন হতে পারে বলে জানা গেছে।
এইদিকে রুনা খানের বাবার মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন তার সহকর্মী ও ভক্তরা। তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন