অনুপমের গানের অনুষ্ঠান বাতিল
ভারতের উত্তর ২৪ পরগনার দেগঙ্গার বইমেলায় দুর্ঘটনার জেরে বাতিল করা হয় জনপ্রিয় গায়ক অনুপম রায়ের গানের অনুষ্ঠান। শনিবার (৩০ ডিসেম্বর) সেখানে ভিড়ের চাপে গেট ভেঙে অন্তত পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা যাওয়া হয়েছে।
হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, দেগঙ্গা বইমেলায় গানের অনুষ্ঠানে অনুপম রায়কে দেখতে হাজার হাজার মানুষের ভিড়ে ব্যারিকেড ভেঙে আহত হয় ৪ থেকে ৫ জন। এসময় আনুমানিক ৩০ হাজারের মতো মানুষ এসেছিল। এই ঘটনার ফলে ঘণ্টাখানেক অবরুদ্ধ হয়ে যায় সংলগ্ন টাকি রোডও। এতে শেষমেশ বাতিল করা হয় অনুষ্ঠানটি।
বইমেলার মুখ্য আয়োজক তুষারকান্তি দাস এই প্রসঙ্গে জানিয়েছেন, এদিন অনুপমের গান শুনতে শ্রোতারা আবেগ ধরে রাখতে না পারায় দুর্ঘটনা ঘটে গিয়েছে। আহতদের সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
গত মাসে অনুপমের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী ও অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় বিয়ে করেন। এরপর থেকে সোশ্যাল মিডিয়ার চর্চার বিষয় হয়ে ওঠেন তিনি। একাধিক পুরনো ভিডিও, ছবি, সোশ্যাল পোস্ট শেয়ার করে, সমবেদনা জানাতে শুরু করে নেটিজেনরা।
তবে এসবে কান না দিয়ে আপাতত নিজের গান আর শো নিয়েই ব্যস্ত রয়েছেন জনপ্রিয় এ গায়ক।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন