আপডেট :

        জেনিনে ইসরায়েলের অভিযানে ১০ জন নিহত

ছেলে বীরের জন্মদিনে যা বললেন শাকিব খান

ছেলে বীরের জন্মদিনে যা বললেন শাকিব খান

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান ব্যক্তিজীবনে দুই সন্তানের বাবা। বড় ছেলের নাম আব্রাম খান জয় এবং ছোট ছেলের নাম শেহজাদ খান বীর। সন্তানদের মা চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে সেভাবে এখন আর অভিনেতাকে দেখা যায় না।

দুই নায়িকার সঙ্গে সম্পর্কের টানাপোড়েন থাকলেও সন্তানদের সঙ্গে প্রায়ই দেখা যায় শাকিবকে। ঢালিউড সুপারস্টার সামজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। এ কারণে সেখানে মাঝে মাঝেই ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের বিভিন্ন বিষয় তুলে ধরে থাকেন তিনি। এবার ছোট ছেলে বীরের জন্মদিন উপলক্ষে তাকে শুভেচ্ছা জানালেন। তিন পেরিয়ে চার বছরে পা রাখল বীর। ২০২০ সালের ২১ মার্চ জন্ম হয় তার।

মঙ্গলবার বেলা ১১টা ৫১ মিনিটে ফেসবুক ভেরিফায়েড পেজে ছেলে বীরের সঙ্গে তোলা পুরনো একটি ছবি পোস্ট করেন শাকিব। ছবিতে দেখা যায় তারকা বাবার কোলে বসে ডিজিটাল ডিভাইস হাতে বসে আছেন বীর। শাকিব ছবিটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘শুভ জন্মদিন বাবা।’ এর পরই একটি লাল রঙের হৃদয়ের ইমোটিকন জুড়ে দিয়েছেন অভিনেতা।

ঢালিউড সুপারস্টারের এ পোস্টে মাত্র এক ঘণ্টার ব্যবধানে রিঅ্যাকশন পড়েছে পঞ্চাশ হাজারেরও বেশি। এছাড়া মন্তব্যের ঘরে সবাই শুভেচ্ছা জানাচ্ছেন প্রিয় তারকা ও তার ছোট ছেলেকে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত