‘যে কোন উপায়ে দমন করুন, দায়িত্ব আমার’
দেশে চলমান নাশকতা ‘যে কোন উপায়ে দমন’ করতে পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এখানে কোন দ্বিধা-দ্বন্দ্ব নেই, কোন চিন্তা নেই। যা কিছু হোক সে দায়িত্ব আমি নেব। আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এমন নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, মানুষের জানমালের নিরাপত্তা আপনাদের দিতেই হবে। আর সেটা দেয়ার জন্য যত কঠিন কাজ হোক সেটা আপনারা নির্দ্বিধায় করে যাবেন। অন্তত এইটুকু স্বাধীনতা আমি আপনাদের দিচ্ছি। হরতাল-অবরোধে পেট্রোল বোমা হামলায় বিষয় তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এটা সম্পূর্ণভাবে সন্ত্রাসী ও জঙ্গিবাদী কর্মকাণ্ড। এই সন্ত্রাসী, জঙ্গিবাদী কর্মকা- দমনের জন্য যখন যেখানে যা করা প্রয়োজন আপনারা তাই করবেন। পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, মানুষের ওপর যে জুলুম হচ্ছে, এই জুলুম যেন আর কেউ করতে না পারে। এবং যারা মানুষকে পোড়াবে বা মানুষের ওপর এভাবে আঘাত করবে তাদের বিরুদ্ধে যে কোন ব্যবস্থা নেয়া দরকার- সেটা আপনারা নেবেন।
শেয়ার করুন