যাদু ও রেডিয়্যান্ট টিভিসহ অন্যান্য টেলিভিশন
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র-ভারতের হাজার কোটি ডলার লোকসানের জন্য দায়ী
জনপ্রিয় যাদু, রেডিয়্যান্ট এবং ওয়ার্ল্ড টিভিসহ বেশ ক’টি ভারতীয় ও পাকিস্তানী আইপি টিভি চলচ্চিত্র ও টেলিভিশন ইন্ডাস্ট্রির হাজার হাজার কোটি ডলার লোকসানের জন্য দায়ী। ভারতের সেকুন্দারবাদ এলাকায় সাইবার ক্রাইম পুলিশ এক অভিযানে ভারত ও পাকিস্তাানের প্রায় ৭৫টি অবৈধ গোপন টিভি সিগন্যাল কোম্পানীর সন্ধান পেয়েছে যাদের বৈধ সরকারি ও বেসরকারী টিভি চ্যানেল সিগন্যাল স্ট্রিমিং-এর অনুমতি নেই। এরমধ্যে যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশীদের ঘরে ঘরে এককালীন অর্থের বিনিময়ে যারা যাদুবক্স বা এ জাতীয় বক্স বিক্রি করছেন, তারাও রয়েছেন,খবর বাপসনিঊজ। উল্লেখ্য, যাদুবক্স, রেডিয়্যান্ট টিভি এবং ওয়ার্ল্ড টিভিসহ বিভিন্ন কোম্পানী ভারতে, পাকিস্তানে ও নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে প্রায় তিন লক্ষ বক্স বিক্রি করে বৈধ টেলিভিশন চ্যানেলগুলোর বিশাল পরিমাণ অর্থের লোকসান করাচ্ছে। লন্ডনভিত্তিক পুলিশ ইন্টেলেক্চুয়্যাল প্রপার্টি ক্রাইম ইউনিট বলেছে, যারা এভাবে বক্স বিক্রি করে অবৈধ সংযোগ দিচ্ছে তারা এবং যারা এই বক্স-এর মাধ্যমে অবৈধ স্ট্রিমিং-এর সুযোগ নিচ্ছেন, উভয়েই সমভাবে দোষী। যুক্তরাষ্ট্রে বাংলাদেশী, ভারতীয় ও পাকিস্তানী অভিবাসী অধ্যুষিত এলাকায় এ ধরনের অভিযান চালিয়ে ফিল্ম ও টেলিভিশন ইন্ডাস্ট্রির এই লোকসান বন্ধে এগিয়ে আসছে স্থানীয় সাইবার ক্রাইম প্রটেকশন ইউনিট। এ তথ্য সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে।
শেয়ার করুন