আরো কঠোর কর্মসূচি দেয়া হবে: রিজভী
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না দিলে আরো কঠোর কর্মসূচি দিয়ে সরকারের পতন নিশ্চিত করা হবে।রোববার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। তিনি বলেন, সরকার মানুষের স্বাধীনতাকে হরণ করে চলেছে। গণমাধ্যমের ওপর অলিখিত নিষেধাজ্ঞা জারি করে ২০ দলের অবরোধের সংবাদ যাতে গণমাধ্যমে পরিবেশিত না হয় সে ব্যাপারে কড়াকড়ি নিয়ন্ত্রণ আরোপ করেছে। দেশে বিন্দুমাত্র আইনের শাসন নেই। মানুষ উদ্বেগ আর উৎকন্ঠায় দিন অতিবাহিত করছে। রুহুল কবির রিজভী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুসহ গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।
শেয়ার করুন