বিজ্ঞানী মাকসুদুল আলম আর নেই
শনিবার রাত ২টায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের কুইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পাটের জীবনরহস্য উন্মোচনকারী এই বিজ্ঞানী। আগামীকাল সোমবার হাওয়াইয়ে তাকে দাফন করা হবে
পাটের জীবনরহস্য উন্মোচনকারী বিজ্ঞানী ড. মাকসুদুল আলম আর নেই।শনিবার রাত ২টায় তিনি যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের কুইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৬০ বছর।হাওয়াই থেকে মাকসুদুল আলমের ভাই মেজর জেনারেল মঞ্জুরুল আলম জানান, তিনি যকৃতের জটিলতায় ভুগছিলেন।বাংলাদেশে অবস্থানকারী মাকসুদুল আলমের বড় ভাই মাহবুবুল আলম বাবু জানান, তিনি দুই মেয়ে ও স্ত্রী রেখে গেছেন। আগামীকাল সোমবার যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে তাকে দাফন করা হবে। ২০১০ সালে প্রথমবারের মতো তোষা পাটের জিনোম সিকোয়েন্স উন্মোচন করে বিশ্বে সাড়া ফেলে দেন বিজ্ঞানী মাকসুদুল আলম ও তার সহকর্মীরা। এরপর ২০১২ সালে তারা উন্মোচন করেন ম্যাক্রোফমিনা ফাসিওলিনা নামের এক ছত্রাকের জিন-নকশা, যা পাটসহ প্রায় ৫০০টি উদ্ভিদের স্বাভাবিক বিকাশে বাধা দেয়।২০১৩ সালে তার নেতৃত্বেই দেশি পাটেরও জীবনরহস্য উন্মোচন করেন বাংলাদেশের বিজ্ঞানীরা।
শেয়ার করুন