আর্কাডিয়ায় বাড়িতে অনুপ্রবেশকারীর গুলিতে ৬১ বছর বয়সী পিতার মৃত্যু; সন্দেহভাজন পলাতক
এবার খালেদাকে সেতুমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ‘চ্যালেঞ্জ’ ছুড়ে দিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, "বিএনপি চেয়ারপার্সন নারায়ণগঞ্জের সমাবেশে বলেছেন, দেশে নাকি সড়ক দুর্ঘটনা বেড়ে গেছে। কিন্তু প্রকৃতপক্ষে দেশে দুর্ঘটনা কমেছে।"তিনি বলেন, "এটা আমি বিএনপির নেত্রীর প্রতি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। যদি তিনি (খালেদা জিয়া) প্রমাণ দিতে পারেন তাহলে তার কাছে ক্ষমা চাইব।"রবিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা সেতু পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সেতুমন্ত্রী বলেন, "সড়ক দুর্ঘটনায় সাংবাদিক জগলুল আহমেদ চৌধূরী নিহতের ঘটনায় জড়িত বাসচালক ও হেলপারকে ধরিয়ে দিতে পারলে দুই লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটিকে পরবর্তী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।"
এসময় তিনি জানান, "আগামী জানুয়ারি মাসে নয় হাজার কোটি টাকা ব্যয়ে জাপানি দাতা সংস্থা জাইকার অর্থায়নে বিকল্প কাঁচপুর, মেঘনা ও মেঘনা-গোমতী সেতুর নির্মাণ কাজ শুরু হবে।"
শেয়ার করুন