টেক্সটাইল খাতে ৫ কোটি ইউরো সহায়তা দেবে জার্মানী
দেশের টেক্সটাইল খাতের উন্নয়নে জার্মানী ৫ কোটি ইউরো সহায়তা দেবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। একই সঙ্গে তৈরি পোশাকের দামও এক ইউরো বাড়ানোর আশ্বাস দিয়েছেন জার্মান প্রতিনিধি দল।সচিবালয়ে জার্মান প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের মঙ্গলবার এ সব কথা বলেন মন্ত্রী।তিনি বলেন, তৈরি পোশাক শিল্পকে সহায়তার জন্য জার্মান প্রতিনিধি দলের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় দেশের ১০টি তৈরি পোশাক কারখানার মান ও শ্রমিকদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন করা হবে।
শেয়ার করুন