৫৫ মিলিয়ন ডলারের মাদক বাজেয়াপ্ত, ৩ সন্দেহভাজন ফেন্টানাইল পাচারকারী গ্রেফতার
সাংবাদিক জগলুল আহমেদ সড়ক দুর্ঘটনায় নিহত
জগলুল আহমেদ চৌধুরীর ছেলে নাবিদ আহমেদ চৌধুরী চিকিৎসকদের বরাত দিয়ে সমকালকে এ বিষয়ে নিশ্চিত করেন
বাসসের সাবেক এমডি ও ব্যবস্থাপনা পরিচালক প্রবীণ সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।শনিবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর পান্থপথে একটি গাড়ি তাকে চাপা দেয়। পরে তাকে গুরুতর অবস্থায় প্রথমে মোহনা হাসপাতাল এবং পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আনা হয়। সেখানে রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। জগলুল আহমেদ চৌধুরীর ছেলে নাবিদ আহমেদ চৌধুরী চিকিৎসকদের বরাত দিয়ে সমকালকে এ বিষয়ে নিশ্চিত করেন।
শেয়ার করুন