৫৫ মিলিয়ন ডলারের মাদক বাজেয়াপ্ত, ৩ সন্দেহভাজন ফেন্টানাইল পাচারকারী গ্রেফতার
'খালেদার বিচার হবে'
যুদ্ধাপরাধীদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়ে বিএনপি লাখ শহীদের রক্তের সাথে বেইমানী করেছে বলেও প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন। আর এজন্য বিএনপিকে একদিন জনগণের কাছে জবাবদিহি করতে হবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেছেন, "বিএনপি নেত্রী খালেদা জিয়া রাজাকারের গাড়িতে পতাকা তুলে দিয়েছিলেন। জনগণ এর জবাব চায়। খালেদা জিয়া রাজাকারদের বাঁচাতে চান। তিনি দেশের শত্রু, জনগণের শত্রু; তার বিচার করা হবে।"
শনিবার বিকেলে হবিগঞ্জে আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন। সেখানে প্রায় ৯টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধন শেষে জনসভায় বক্তব্য দেন শেখ হাসিনা। প্রায় ১৪ বছর পর হবিগঞ্জে আসেন আওয়ামী লীগ সভাপতি।
অভিযোগ করে তিনি বলেন, "বিএনপি দুই গুন, দুর্নীতি আর মানুষ খুন। দুর্নীতি আর মানুষ খুন ছাড়া কিছুই জানে না।"
'বিএনপি নির্বাচনে না আসায় ভালোই হয়েছে' উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, "বিএনপির নেত্রী নির্বাচনে না আসায় ভালোই হয়েছে। এখন সংসদে আর কারো খিস্তি-খেউর শুনতে হয় না।"
শেখ হাসিনা অভিযোগ করেন, "জামায়াত আর বিএনপি নির্বাচন বন্ধ করতে এক হয়ে ধর্মের নামে মসজিদে আগুন দেয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আগুন দেয়। বাস, রেলে আগুন দিয়েছে। প্রাইভেট কার থেকে মানুষ নামিয়ে তার গায়ে আগুন দিয়েছে। নির্বাচন বন্ধ করতে সহিংস অবস্থা সৃষ্টি করেছিল।"
তিনি বলেন, "নির্বাচন বন্ধ করলে কী হতো। ওই থাইল্যান্ডের দিকে তাকান। বিরোধী দল আন্দোলন করে সরকার হটানোয় এখন সেখানে মার্শাল ল জারি হয়েছে।"
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, "আমরা প্রাথমিক পর্যায়ে পরীক্ষার্থীদের জন্য পাবলিক পরীক্ষার ব্যবস্থা করেছি, যেন পরবর্তী পাবলিক পরীক্ষায় ভালো ফলাফল করতে পারে। আমাদের দেশের ছেলেমেয়েরা লেখাপড়া শিখে উন্নত হোক, সেটাই চাই। আগামী বছরের ১ জানুয়ারিতে ৩২ কোটি বই তুলে দেওয়া হবে। ছেলেমেয়েরা শিক্ষিত হোক, সেটাই আমরা চাই। কিন্তু ছেলেমেয়ে লেখাপড়া শিখুক, সেটা বিএনপি নেত্রী চান না।"
প্রধানমন্ত্রী তার বক্তব্যে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা বিস্তারিত তুলে ধরেন। হবিগঞ্জে বর্তমান সরকারের আমলে কী কী উন্নয়ন করা হয়েছে তার বিবরণ দেন।
সরকারের উন্নয়নের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, "আওয়ামী লীগ ক্ষমতায় আসা মানে জনগণের উন্নয়ন। ক্ষমতায় এলে আওয়ামী লীগ যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে।"
হবিগঞ্জে যে উন্নয়ন হয়েছে সামনে আরো উন্নয়ন হবে। এখানে মেডিকেল কলেজ নির্মাণ করা হবে। তিনি এ সময় শায়েস্তাগঞ্জকে উপজেলা হিসেবে ঘোষণা দেয়ার অঙ্গীকার করেন।
যুদ্ধাপরাধীদের প্রসঙ্গে তিনি বলেন, "যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে এবং চলবে।"
তিনি বলেন, "২০২১ সালের মধ্যে বাংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ। ২০৪১ সালের মধ্যে হবে উন্নত ও সমৃদ্ধিশালী। প্রত্যেকটা ঘরে ঘরে উন্নত সেবা পৌঁছে যাবে। হবিগঞ্জবাসীর উদ্দেশে ‘যা উপহার দিয়ে গেলাম, তা উপভোগ করুন’ বলে প্রধানমন্ত্রী তাঁর বক্তব্য শেষ করেন।"
এর আগে শেখ হাসিনা বিবিয়ানা গ্যাস সম্প্রসারণ প্রকল্প ও ৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ প্রকল্প উদ্বোধন করেন। পরে তিনি বিদ্যুৎ প্রকল্প-৩–এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ ছাড়া বিবিয়ানা-ধুনুয়া ৩৬ ইঞ্চি গ্যাসবিশিষ্ট উচ্চচাপ পাইপ সঞ্চালন লাইন, ঢাকা-সিলেট মহাসড়ক (এন-২) থেকে বিবিয়ানা বিদ্যুৎ প্রকল্পের সংযোগ সড়ক, বিজনা সেতু রসুলগঞ্জ ভায়া রইছগঞ্জ পানিউমদা ৯০ দশমিক ১০০ মিটার গার্ডার আরসিসি সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তরসহ নয়টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
শেয়ার করুন