৫৫ মিলিয়ন ডলারের মাদক বাজেয়াপ্ত, ৩ সন্দেহভাজন ফেন্টানাইল পাচারকারী গ্রেফতার
গাজীপুরে নিশা দেশাই
গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশনস ট্রেনিং পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল।শুক্রবার বেলা ১১টায় তিনি সেখানে যান। এসময় বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা, মার্কিন সামরিক কর্মকর্তারা এবং রাজেন্দ্রপুরে সেনানিবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বিকেল সাড়ে ৪টায় বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ এবং সন্ধ্যা ৬টায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে তার গুলশানের বাসভবনে সাক্ষাৎ করার কথা রয়েছে।
এছাড়া এ সফরে তিনি সরকারি কর্মকর্তা, ব্যবসায়িক নেতৃবৃন্দ, তৈরী পোষাকখাতের নেতারা ও কর্মীদের সাথে সাক্ষাৎ করবেন।এর আগে বৃহস্পতিবার নেপালের কাঠমান্ডুতে ১৮ তম সার্ক শীর্ষ সম্মেলন শেষে ৩ দিনের সফরে ঢাকায় আসেন নিশা দেশাই।
শেয়ার করুন