একবার প্রধানমন্ত্রী হলে পরে রাষ্ট্রপতি নয়, এনসিপি আহ্বায়ক মো. নাহিদ ইসলাম
চট্টগ্রামে ব্যাটারিচালিত অটোরিকশা নালায় পড়ে ছয় মাস বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে
চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা নালায় পড়ে ছয় মাস বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে। এ ঘটনায় অটোরিকশায় থাকা ওই শিশুর মাকে উদ্ধার করেছে স্থানীয়রা।
শুক্রবার (১৮ এপ্রিল) রাতে নগরীর চকবাজারের কাপাসগোলা এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটিকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বে থাকা এক অপারেটর বলেন, ছয় মাসের শিশুটিকে উদ্ধারে আমাদের টিম কাজ করছে। ডুবুরি দলও পাঠানো হচ্ছে।
ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার নুরুল হুদা বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে অভিযান চালাচ্ছি। তবে রাত সাড়ে ১০টা পর্যন্ত শিশুটির খোঁজ পাওয়া যায়নি। উদ্ধার কাজ চলমান।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন