আপডেট :

        অন্টারিও পার্কিং লটে গোলাগুলির ঘটনায় ১২ বছরের শিশু গুলিবিদ্ধ

        ফ্লোরিডায় নারীদের শৌচাগার ব্যবহার করায় ট্রান্সজেন্ডার শিক্ষার্থী গ্রেপ্তার

        লস এঞ্জেলেসের প্রখ্যাত গ্রিক রেস্তোরাঁ পাপা ক্রিস্টো’স ৭৭ বছরের পর বন্ধ হয়ে যাচ্ছে

        অরেঞ্জ কাউন্টিতে গুদাম থেকে ৫০০ পাউন্ডের বেশি ক্যানাবিস এবং সাইকেডেলিক মাশরুম জব্দ

        মেগা মিলিয়নস লটারি টিকিটের মূল্য বৃদ্ধি এবং নতুন পরিবর্তনসমূহ

        পোমোনার নারী $৩৫,০০০ এবং গহনা প্রতারণার শিকার

        লস এঞ্জেলস হোমলেস সার্ভিসেস অথরিটির সিইও ভা লেসিয়া অ্যাডামস কেলাম পদত্যাগ করেছেন

        ট্রাম্প কর্তৃক টিকটকের মার্কিন কার্যক্রমের সময়সীমা ৭৫ দিন বাড়ানো হয়েছে

        জানা যায় শামীমের স্ত্রীর পরিচয়, সাথে এলো নিধি-রাবার বিয়ের খবর

        আগামী পাঁচদিন তাপপ্রবাহ ও বৃষ্টি কেমন থাকবে

        পায়ে আঘাত পেয়ে সিলেটের হাসাপাতালে চিকিৎসা নিয়েছেন নাহিদ ইসলাম

        বৈঠকে ড. ইউনুসের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন ভারতের প্রধানমন্ত্রী

        দুই মাস পর বাজারে নামবে রাজশাহী অঞ্চলের সুস্বাদু আম

        চীনের এমন পদক্ষেপে বেজায় চটেছেন ট্রাম্প

        ব্যক্তিগত রেকর্ডের দিকে মনোযোগ দেই না: ক্রিশ্চিয়ানো রোনালদো

        রবীন্দ্রনাথের ম্যুরালে কালি লাগিয়েছে দুর্বৃত্তরা, মুছে দিল প্রশাসন

        ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’

        আর্জেন্টিনাকে হারিয়ে ‘বিশ্বচ্যাম্পিয়ন’ হলো বাংলাদেশ

        থাইল্যান্ডকে ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা

        শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং এই বিচার সময়ের দাবিঃ মির্জা আব্বাস

দুই মাস পর বাজারে নামবে রাজশাহী অঞ্চলের সুস্বাদু আম

দুই মাস পর বাজারে নামবে রাজশাহী অঞ্চলের সুস্বাদু আম

ক্যালেন্ডারের হিসাবে আর দুই মাস পর বাজারে নামবে রাজশাহী অঞ্চলের সুস্বাদু আম। বৃহত্তর রাজশাহী অঞ্চলে অধিকাংশ বাগানে শোভা পাচ্ছে আমের গুটি। এইদিকে চৈত্রের শুরুতে রাজশাহী অঞ্চলে দুই দফায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আমের জন্য ভালো ইঙ্গিত বয়ে আনলেও ঈদুল ফিতরের এক সপ্তাহ আগে থেকে চলমান খরা ও মৃদু তাপপ্রবাহ আম উৎপাদনের জন্য অশনিসংকেত বলে জানিয়েছেন আমচাষি ও ব্যবসায়ীরা। 

সরেজমিনে দেখা যায় যে, এইবার বৃহত্তর রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও রাজশাহীর বাগানে কলমের ছোট ও মাঝারি শতভাগ গাছে যেমন মুকুল এসেছিল, তেমনি শোভা পাচ্ছে আমের গুটি। বাগানের সবচেয়ে ছোট গাছের গুটি মটরদানার আকারে শোভা পাচ্ছে। বাগানের অধিকাংশ বড় গাছে আমের মুকুল ও গুটি হয়েছে অপেক্ষাকৃত কম। ইতিমধ্যে খরার কারণে বাগানের গুটি আম শুকিয়ে ঝরে যাচ্ছে। ইতিমধ্যে অভিজ্ঞ কৃষক ও কৃষি কর্মকর্তার পরামর্শে খরায় আমের গুটি ঝরে পড়া বন্ধে বাগানে সেচসহ বিভিন্ন পরিচর্যা চলছে। এছাড়াও ক্ষতিকর পোকা দমনে বাগানে কীটনাশক স্প্রে করা হচ্ছে। 

চাঁপাইনবাবগঞ্জের নাচোলের আমচাষি বলেন, খরা ও মৃদু তাপপ্রবাহ ছাড়া এখন পর্যন্ত আবহাওয়া আমের অনুকূলে রয়েছে। তিনি আরও বলেন, খরা থেকে আমের গুটি রক্ষা ও বড় প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার আমের বাম্পার ফলন হতে পারে। 

এইবার আম মৌসুমের অন ইয়ার। অর্থাৎ বেশি ফলনের বছর। দ্রুত শীতকালের বিদায় হওয়ায় ৯০ শতাংশের বেশি গাছে মুকুল আসে। ঘন কুয়াশা কম থাকায় এবার মুকুলের তেমন ক্ষতি হয়নি। তবে চলমান খরা ও মৃদু তাপপ্রবাহে গাছে গাছে ঝুলে থাকা বিপুল সম্ভাবনার আমের গুটি শুকিয়ে ঝরে পড়তে শুরু করেছে। এ নিয়ে উদ্বিগ্ন আমচাষি ও ব্যবসায়ীরা। 

কৃষি বিভাগ সূত্র জানা যায়, চলতি মৌসুমে রাজশাহী অঞ্চলের আট জেলার প্রায় ৯৩ হাজার হেক্টর আমবাগান মুকুল ও গুটিতে পরিপূর্ণ রয়েছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও রাজশাহী জেলার ৮৭ হাজার ৬০৪ হেক্টর এবং জয়পুরহাট, নাটোর, বগুড়া, পাবনা ও সিরাজগঞ্জের ৫ হাজার ৩৯৬ হেক্টর জমির আমবাগান থেকে সোয়া ১১ লাখ 
মেট্রিক টন আম উৎপাদন এবং ১০ হাজার কোটি টাকার কেনাবেচার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 

রাজশাহীর পুঠিয়ার আমচাষি বলেন, তার ১০ বিঘার আমবাগান রয়েছে। গত ১৭ এবং ২০ ও ২১ মার্চের সামান্য গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আমপাতা ও গুটি ধুলাবালি মুক্ত হয়েছিল। আশা করা হয়েছিল, তাতে আমের গুটি ঝরে পড়া কমবে। কিন্তু তার পরের খরা ও মৃদু তাপপ্রবাহের কারণে এখন গুটি ঝরে পড়ছে। 

চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের সম্পাদক মুনজের আলম মানিক বলেন, অন ইয়ারে বাগানে প্রচুর মুকুল হওয়ায় এবার আমে বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনা কাজে লাগাতে আমের বিভিন্ন প্রক্রিয়াজাত পণ্য উৎপাদন ও বিদেশে রপ্তানি বাড়াতে হবে। রাজশাহী ফল গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা সুজিত কুমার বিশ্বাস বলেন, আমের গুটি ঝরে পড়া বন্ধ ও ক্ষতিকর পোকা দমনে বাগানে সেচের পাশাপাশি কীটনাশক প্রয়োগের পরামর্শ দেওয়া হচ্ছে। ভালো ফলনের আশায় সংশ্লিষ্টরা বাগান পরিচর্যা করে যাচ্ছেন। রাজশাহী কৃষি বিভাগের উপপরিচালক উম্মে সালমা বলেন, গাছে এখনো যে পরিমাণ গুটি রয়েছে, বড় দুর্যোগ না হলে আমের বাম্পার ফলন হবে। এতে আমচাষি ও সংশ্লিষ্টরা লাভবান হবেন। 

রাজশাহী অঞ্চলের কৃষির অতিরিক্ত পরিচালক ড. আজিজুর রহমান বলেন, আম উৎপাদনে উচ্চ এবং নিম্ন ফলনশীল বছর স্বাভাবিকভাবে পর্যায়ক্রমে ঘটে। গত বছর শীতকাল দীর্ঘ হওয়ায় আমের মুকুল দেরিতে আসে। যার প্রভাব উৎপাদনে পড়ে। এবার শীতকাল সংক্ষিপ্ত হওয়ায় আগাম মুকুলের আগমন বেশি ফলনের ইঙ্গিত দিচ্ছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত