পোশাক কারখানায় আ গু ন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
চট্টগ্রামের পূর্ব কালুরঘাট এলাকার এবালন ফ্যাশন লিমিটেড নামের একটি পোশাক কারখানায় আগুন লেগেছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে এই আগুন লাগে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট।
ফায়ার সার্ভিস পটিয়ার উপ-সহকারী পরিচালক মো. আবদুল্লাহ জানান, বিকেল ৪টা ৫০ মিনিটে কন্ট্রোল রুম থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এবালন গার্মেন্টস নামের ওই পোশাক কারখানায় জ্যাকেট তৈরি করা হয়। কারখানার চারতলায় আগুন লাগে। ওই তলায় শ্রমিকরা কাজ করেন না। কাজ করেন দ্বিতীয় ও তৃতীয় তলায়। আগুন লাগার সঙ্গে সঙ্গে শ্রমিকরা নিচে নেমে গেছেন।
কারখানার কোয়ালিটি সুপারভাইজর মো. ইব্রাহিম বলেন, চারতলায় ইবাদতখানা। সেখানে আসরের নামাজ পড়তে ওঠা কয়েকজন শ্রমিক নামাজ শেষে ধোঁয়া দেখতে পান। তখন সাইরেন বাজানো হলে শ্রমিকরা নিরাপদে নেমে যান। এ সময় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
এদিকে, আগুন লাগার খবর পেয়ে কারাখানায় ছুটে এসেছে কর্মরতদের আত্মীয়-স্বজনরা।
এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন