লস এঞ্জেলেস কাউন্টির বাসিন্দাদের জন্য কর ফাইলিংয়ের সময়সীমা বাড়ানো হয়েছে
১০ হাজার পাউন্ড বাজি ধরে হার, আগুয়েরো এখন কোথায়
ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফে মুখোমুখি হওয়ার আগে দুই বাকি ধরে বসেন সের্গিও আগুয়েরো। ম্যানসিটি প্রথমার্ধে রিয়ালের জালে দুই গোল দেবে, এটার পক্ষে ১০ হাজার পাউন্ড বাজি ধরেন।
দ্বিতীয় বাজি আরও ভয়াবহ। ‘ম্যানসিটির মাঠ থেকে রিয়াল মাদ্রিদ জিতে ফিরতে পারবে না। অসম্ভব।
ওই দুই বাজিতেই হেরে গেছেন সাবেক ম্যানসিটি কিংবদন্তি স্ট্রাইকার আগুয়েরো। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্লে অফের প্রথম লেগে ইতিহাদে ৩-২ গোলে হেরেছে ম্যানসিটি।
এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে রসিকতা করছেন রিয়াল মাদ্রিদের ভক্তরা। বাজি ধরে হেরে যাওয়া আগুয়েরো এখন কোথায় সেই প্রশ্নও তোলা হচ্ছে। এর মধ্যে সামাজিক মাধ্যমে আগুয়েরো, এমবাপ্পে ও বেলিংহামকে নিয়ে বানানো একটি কার্টুন বেশ সাড়া ফেলেছে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন