আর্কাডিয়ায় বাড়িতে অনুপ্রবেশকারীর গুলিতে ৬১ বছর বয়সী পিতার মৃত্যু; সন্দেহভাজন পলাতক
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টি-জেপির শুভেচ্ছা
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান জননেতা আনোয়ার হোসেন মঞ্জু এবং দলের মহাসচিব ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম দেশবাসীকে বিশেষ করে মুসলিম উম্মাহকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
বিবৃতিতে জেপি নেতৃদ্বয় বলেন: পবিত্র ঈদুল আজহা হজরত ঈব্রাহিম (আ.) ও হজরত ঈসমাইল (আ.)-এর আত্মত্যাগ এবং পরম করুণাময় আল্লাহ তায়ালার ইচ্ছার কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণে একটি পবিত্র স্মৃতিবহ উৎসব। এই দিনে আমাদেরকে তিনটি বিষয়ে শিক্ষা গ্রহণ করতে হবে। প্রথমত কোনো মহৎ উদ্দেশ্যে আত্মত্যাগ করলে তা বৃথা যায় না বরং পুরস্কৃত হয়। দ্বিতীয়ত পরম করুণাময় আল্লাহ তায়লার ইচ্ছার কাছে আমাদেরকে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করতে হবে যাতে সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভ করা যায়। তৃতীয়ত; এই ঈদের আনন্দ আমাদের সমাজে যারা অপেক্ষাকৃত কম সৌভাগ্যবান তাদের সঙ্গে ভাগাভাগি করে নিতে হবে। দেশবাসীকে ঈদ মোবারক।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন