রাজধানী ঢাকার মোহাম্মদপুর শেখেরটেকে একটি আবাসিক ভবনে আগুন
শুক্রবার (৩১ মে) রাত ১০টা ২৫ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, রাজধানীর মোহাম্মদপুর ১০ নম্বর শেখেরটেকে একটি ছয়তলা বিশিষ্ট আবাসিক ভবনের দোতলায় আগুন লেগেছিল। রাত ১০টা ২৫ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে যায়। ১০ মিনিটেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন