সেকেন্ড হ্যান্ড পণ্য কেনার প্রতি মানুষের আগ্রহ বাড়তে শুরু করেছে
সেকেন্ড হ্যান্ড পণ্য কেনার প্রতি মানুষের আগ্রহ বাড়তে শুরু করেছে। এখন অনলাইনে অনেক পণ্যই খুঁজে পাওয়া যায়। যেকোনো পণ্যেরই সেকেন্ড হ্যান্ড সংস্করণ পাওয়া যায়। সচরাচর সেকেন্ড হ্যান্ড কোনো পণ্য কিনে তা আবার পরবর্তী সময়ে বিক্রি করে দেওয়ার সুযোগ থাকে।
বিষয়টা এমন, অনেকেই নানা পণ্য কেনার পর বুঝতে পারেন তাদের সেই পণ্যটা প্রয়োজন নেই। ওই পণ্য তারা আবার বিক্রি করে দেন। তাতে লাভও হয়। আবার অপচয়ও কমে। ঢাকায় অনেক জায়গাতেই এখন সেকেন্ড হ্যান্ড পণ্য কিনতে পাওয়া যায়। ঘড়ি, স্মার্টওয়াচ, টেক বিষয়ক পণ্য থেকে শুরু করে অনেক কিছুই পাওয়া যায়। অনেকে নতুন জিনিস কমই কেনেন। হুটহাট নতুন জিনিস কেনা হয়।
থ্রিফট শপিং
থ্রিফট শপিং সারাবিশ্বেই এখন জনপ্রিয়। অন্যের টাকায় কেনা ব্যবহূত পণ্য ব্যবহারের বিষয়ে অনেকেরই অনাগ্রহ রয়েছে। তবে সেসব ভাবনা থেকে অনেকেই সরে আসতে শুরু করেছেন। থ্রিফট শপিং এখন সারা বিশ্বের বাস্তবতা। ‘সেকেন্ড হ্যান্ড’ মার্কেট থেকে পোশাক কেনা এখন অনেকটাই স্বাভাবিক ঘটনা। দেশ, জাতি, শ্রেণি নির্বিশেষে এখন অনেকেই থ্রিফট শপিং করেন। অনেকে এটাকে ভিনটেজ শপিংও বলেন। তবে কোনো পোশাক বা ব্যবহার্য পণ্য ভিনটেজ হতে হলে এটাকে অন্তত ২০ বছরের পুরোনো হতে হবে। আন্তর্জাতিকভাবে ট্রেন্ডে আসার আগে থেকেই বাংলাদেশে সেকেন্ড হ্যান্ড মার্কেট ছিল।
বাংলাদেশের প্রেক্ষাপটে ভিনটেজ শপিং
ভিনটেজ শপিং না বলে ভ্যান শপিং বলা ভালো। ভ্যানে এখন অনেক পণ্যই কিনতে পাওয়া যায়। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার জে ব্লকে এখনো অনেক পুরোনো পণ্য পাওয়া যায়। আবার রাস্তায় ভ্যানেও অনেক সময় ইলেকট্রিক পণ্য পাওয়া যায়। মোহাম্মদপুরে এমন অনেক জায়গা আছে। মিরপুরেও আছে। ইন্টারনেটকেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থায় বিপুল পরিবর্তন আসায় এখন সেকেন্ড হ্যান্ড পণ্য বেচাকেনাও অতীতের যেকোনো সময়ের চেয়ে সহজ। যেমন আপনার ঘরের ব্যবহার্য যে জিনিসটি এখন আর বিশেষ কাজে লাগছে না, মোবাইলে একটা ছবি তুলে দিতে পারেন বিক্রয় ডটকম বা আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম বা টুইটার হ্যান্ডলে। অনলাইনে মোবাইল ফোন সেকেন্ড হ্যান্ড হিসেবে অনেক আগে থেকেই কেনা হয়। আজকাল ল্যাপটপের ক্ষেত্রেও তা লক্ষ করা যাচ্ছে।
ঘরের কাজেই ঝরবে ক্যালরিঘরের কাজেই ঝরবে ক্যালরি
কেন জনপ্রিয়তা পেল এই ধরনের শপিং
থ্রিফট শপিং অনেক জনপ্রিয়তা পেয়েছে মূলত করোনা মহামারির সময়ে। পরিবেশ দূষণ আর আর্থিক সংকটের এই সময়ে থ্রিফট শপিং বা সেকেন্ড হ্যান্ড শপিং অনেক জনপ্রিয়তা পেয়ে গেছে। ফেসবুকে বাই অ্যান্ড সেল ইন ঢাকা বাংলাদেশ, কালারস ঢাকা, এস্থেজ ডট বিডি, ইনস্টাগ্রামে দ্য থ্রিফটশপ বিডি, বাংলাদেশ থ্রিফট—এখান থেকে হরহামেশাই চলছে কেনাকাটা। এখন খুব সহজেই পণ্য পাওয়া যায়। থ্রিফট শপিংকে যে নামেই ডাকা হোক না কেন এই ধরনের শপিং এখন ব্যাপক জনপ্রিয়।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন