জেলা-মহানগরে বিএনপির প্রতিবাদ সমাবেশ শুক্রবার
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে ৪ আগস্ট শুক্রবার সারা দেশের জেলা ও মহানগর পর্যায়ে প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি।
আজ বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচির ঘোষণা দেন। ঢাকায় কেন্দ্রীয়ভাবে বেলা ২টা থেকে এই কর্মসূচি পালিত হবে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে।
তারেক ও জুবাইদার রায়ের প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘শুধু রাজনৈতিক উদ্দেশ্য—আন্দোলনকে স্তব্ধ করে দেওয়া। অস্তিত্ব রক্ষার যে আন্দোলন শুরু হয়েছে, ঠিক সেই সময় এই আন্দোলনে যিনি নেতৃত্ব দিচ্ছেন, তাঁর নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করতে এই রায় দেওয়া হয়েছে। তবে এভাবে আন্দোলন কখনই স্তব্ধ করা যাবে না, বন্ধ করা যাবে না। দাবি আদায় না করে জনগণ ঘরে ফিরে যাবে না।’
বিচারব্যবস্থাকে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করছে সরকার—মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, ‘এই বিচার বিভাগকে ব্যবহার করে নির্যাতন, নিপীড়ন ও হয়রানি করা হচ্ছে। জাতিকে চিরস্থায়ীভাবে সহিংসতা ও অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে।’
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন