আপডেট :

        আহত বিড়াল ফেলে দেওয়ার অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

        সৎমায়ের হাতে ২০ বছর বন্দী যুবক!

        পিকো রিভেরায় টর্নেডোর আঘাত, ভেঙে পড়েছে গাছ ও বিদ্যুৎ লাইন

        টাকা পরিশোধ না করলে ন্যাটোর পাশে থাকব না বললেন ট্রাম্প

        এলডিসি থেকে উত্তরণ আগামী বছরই

        ‘লজ্জিত, ক্ষমার অযোগ্য আমরা’

        পরিচয় চুরি ও ক্রেডিট কার্ড জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার ব্যক্তি

        শক্তিশালী ঝড়ের আঘাতে ভারী বৃষ্টি ও পাহাড়ে তুষারপাত, বৃহস্পতিবারের পূর্বাভাস

        কুয়েতে বন্দি ছয় মার্কিন নাগরিক মুক্ত, যুক্তরাষ্ট্রে ফিরলেন

        আজ বিকেলে ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ‘ব্লাড ওয়ার্ম মুন’ পূর্ণ চন্দ্রগ্রহণ দেখার সেরা সময়

        প্রতারণার মাধ্যমে এফইএমএ’র ত্রাণ তহবিল আত্মসাতের অভিযোগ

        ৭১ বছর বয়সী হাইকার সান গ্যাব্রিয়েল পাহাড়ে নিখোঁজ

        লোমা লিন্ডা হাসপাতালে 'সোয়াটিং কল' এ কর্তৃপক্ষের সায়

        ক্যালিফোর্নিয়ার সৈকতে সি লায়ন হত্যাকাণ্ড: অভিযুক্তের সন্ধানে পুলিশ

        কানাডার প্রধানমন্ত্রী হিসেবে শুক্রবার শপথ নিবেন কার্নি

        শিশুটির মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা

        আমি মনে করি, আমার জায়গায় আমি এক নম্বর: বাপ্পারাজ

        মাহমুদউল্লাহ রিয়াদকে বিশেষ সম্মান জানালো আইসিসি

        যুদ্ধ বন্ধে রাশিয়াও চাপে

তীব্র তাপদাহে অসুস্থ হয়ে পড়ছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা

তীব্র তাপদাহে অসুস্থ হয়ে পড়ছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা

জ্যৈষ্ঠের তীব্র তাপদাহে অসুস্থ হয়ে পড়ছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। গতকাল বুধবার তীব্র গরমে দেশের বিভিন্ন এলাকায় অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এর মধ্যে রয়েছে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ৭ ছাত্রী। এর আগের দিন কুমিল্লার দাউদকান্দিতে ক্লাস চলাকালে অসুস্থ হয়ে এক ছাত্রীর মৃত্যু হয়। এক দিন পরই গতকাল ওই ছাত্রীর বিদ্যাপীঠ গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়সহ উপজেলার ৩টি উচ্চ বিদ্যালয়ের ২৬ শিক্ষার্থীর প্রচণ্ড গরমে অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া, কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২ জন ও নোয়াখালীর চাটখিলে তীব্র গরমে দুই স্কুলছাত্রী অসুস্থ হয়ে পড়ে।

শিক্ষার্থীদের অসুস্থতাজনিত উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় বৃহস্পতিবার এক দিনের জন্য মাধ্যমিক পর্যায়ের সরকারি ও বেসরকারি স্কুল বন্ধ ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। অবশ্য আগামী শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় স্কুল শিক্ষার্থীরা মূলত তিন দিনের ছুটি পেতে যাচ্ছে। তাপদাহের কারণে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন দেশের দাখিল স্তরের সব মাদ্রাসাও আজ বন্ধ থাকবে। বুধবার বিকেলে অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বন্ধের এ নির্দেশনা দেওয়া হয়। এর আগে সরকারি প্রাথমিক বিদ্যালয় চার দিন বন্ধ রাখার নির্দেশ দেয় সরকার। আজ এর শেষ দিন।

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ সূত্রে জানা গেছে, বুধবার ক্যাম্পাসে আসার পর তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠানটির সাতজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। পরে অভিভাবকরা তাদের ক্যাম্পাসের পার্শ্ববর্তী মনোয়ারা হাসপাতালে ভর্তি করান। তাদের মধ্যে ৫ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে গতকালই বাসায় ফিরেছে। একজনকে মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর একজন গতকাল সন্ধ্যা পর্যন্ত মনোয়ারা হাসপাতালে ভর্তি ছিল। অসহনীয় তাপপ্রবাহের পাশাপাশি ঘন ঘন লোডশেডিংয়ের কারণে এমনটা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। নজরুল ইসলাম নইম নামের একজন অভিভাবক জানান, শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লেও অধ্যক্ষ বা কোনো শিক্ষক ছাত্রীদের দেখতে আসেননি।

অবশ্য ভিকারুননিসার অধ্যক্ষ কেকা রায় চৌধুরী বলেন, শিক্ষার্থীরা অসুস্থ হলে তিনি খোঁজ নিয়েছেন। শিক্ষকরাও ছাত্রীদের অসুস্থতার বিষয়ে হাসপাতালে খোঁজ নিয়েছেন। তিনি দাবি করেন, কোনো শিক্ষার্থীই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে থাকেনি। ছাত্রীরা অসুস্থ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা তাদের পার্শ্ববর্তী মনোয়ারা হাসপাতালে ভর্তি করান। শ্রেণিশিক্ষক কিংবা কাছাকাছি যে শিক্ষক ছিলেন, তারাই হাসপাতালে গিয়েছেন। এরপর অভিভাবকদের খবর দেওয়া হয়েছে। তারা এসে শিক্ষার্থীদের নিয়ে গেছেন। দুপুর দেড়টা পর্যন্ত দুই শিক্ষার্থী হাসপাতালে ছিল।

গরমে প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে তিনি বলেন, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির মূল্যায়ন পরীক্ষা চলছে। আবার অন্য ক্লাসগুলোতেও পরীক্ষা শুরু হবে। এ ছাড়া, আমরা এককভাবে কোনো সিদ্ধান্তও নিতে পারি না। মাউশি থেকে নির্দেশনা আসতে হবে। তিনি আরও বলেন, অধ্যক্ষের নিয়ন্ত্রণে তিন দিন ছুটি থাকে। এর মধ্যে আমরা একটি ছুটি দিয়েছি এই সপ্তাহেই। তবে সরকার যদি ঘোষণা দিত, এক সপ্তাহের জন্য সবকিছু বন্ধ, তাহলে ভালো হতো।

এদিকে, অর্ধবার্ষিক পরীক্ষার প্রথম দিনে পরীক্ষা দিতে এসে গতকাল বুধবার প্রচণ্ড গরমে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ৩টি উচ্চ বিদ্যালয়ের ২৬ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে ২৩ জনকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সুস্থ হওয়ার পর ১৬ শিক্ষার্থীকে বাড়িতে পাঠানো হয়। অন্যদের চিকিৎসাসেবা অব্যাহত রয়েছে। এ ঘটনায় গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের বুধবার ও বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।

বুধবার অর্ধবার্ষিক পরীক্ষা দিতে এসে কুড়িগ্রামের ফুলবাড়ীতে তীব্র গরমে অসুস্থ হয়ে পড়ে দুই শিক্ষার্থী। গতকাল দুপুরে উপজেলার উত্তর রাবাইতারী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। জানা গেছে, পরীক্ষা চলাকালীন বিদ্যুৎ চলে গেলে ওই দুই শিক্ষার্থীর মধ্যে একজনের শ্বাসকষ্ট শুরু হয়। তাকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এর কিছুক্ষণ পরই পরীক্ষা শেষে বাড়ি ফেরার পর আরেকজন শিক্ষার্থীর শ্বাসকষ্ট দেখা দেয়। পরে তার পরিবারের লোকজন তাকেও নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

এদিকে নোয়াখালীর চাটখিলে অসহ্য গরমে দুই স্কুলছাত্রী অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্র জানিয়েছে, গতকাল উপজেলার ভীমপুর উচ্চ বিদ্যালয়ে অর্ধবার্ষিক পরীক্ষা দিতে এসে বিদ্যালয়ের নবম শ্রেণির একজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। সহপাঠীরা শিক্ষকদের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিছুক্ষণ পর দশম শ্রেণির আরেক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। সহপাঠীরা তাকেও স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে একজনকে বাড়ি পাঠিয়ে দেওয়া হলেও অন্যজনকে হাসপাতালে ভর্তি করা হয়। নরসিংদীর রায়পুরায় তীব্র তাপদাহে রায়পুরা শতদল বালিকা উচ্চ বিদ‍্যালয়ের ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় স্কুল কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেন শতদল বালিকা উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল ইসলাম। তিনি সমকালকে বলেন, প্রাথমিক চিকিৎসা শেষে শারীরিক অবস্থা উন্নতি হওয়ায় বর্তমানে তাদের পরিবারের সঙ্গে যার যার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

তাপপ্রবাহের সতর্কবার্তায় বন্ধ মাধ্যমিক বিদ্যালয় আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আগামী ৫ থেকে ৬ দিন দেশের ওপর দিয়ে চলমান মৃদু, মাঝারি এবং তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে সতর্ক করা হয়েছে। ওই তাপপ্রবাহের সতর্কবার্তার কারণে দেশের মাধ্যমিক পর্যায়ের সরকারি-বেসরকারিসহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম আজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার বিকেলে মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-২) জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে। তবে আজ ষষ্ঠ শ্রেণির ইংরেজি এবং সপ্তম শ্রেণির জীবন ও জীবিকা বিষয়ের ওপরে ষাণ্মাসিক মূল্যায়ন পরীক্ষা আছে। ক্লাস বন্ধ ঘোষণা করায় সে পরীক্ষাগুলোর কী হবে সেটি বিজ্ঞপ্তিতে অনুপস্থিত। এ বিষয়ে জানতে চাইলে জিয়াউল হায়দার বলেন, এ পরীক্ষা পেছাবে। পরে তা সমন্বয় করা হবে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত