১৫ ঘন্টা পর সারাদেশের সাথে সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ১৫ ঘন্টা পর স্বাভাবিক হলো রেল যোগাযোগ।
শনিবার (২০ মে) ভোর ৫টার দিকে বগি লাইনচ্যুত হওয়ার পর সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে আবারও স্বাভাবিক হয় রেল যোগাযোগ।
কুলাউড়া রেলস্টেশনের মাস্টার রোমান আহমেদ এই তথ্য নিশ্চিত করেন।
উল্লেখ্য, শনিবার ভোর ৫টার দিকে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে। এর ফলে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ ছিলো।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন