থার্টি ফার্স্ট নাইটে বার বন্ধ
ছবি: এলএবাংলাটাইমস
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, মাদকের অপব্যবহার রোধে আগামী ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা বার বন্ধ থাকবে।
সোমবার (১৯ ডিসেম্বর) সচিবালয়ে আসন্ন বড়দিন উদযাপন এবং থার্টি ফার্স্ট নাইটে আইন-শৃঙ্খলাসহ সার্বিক বিষয় সংক্রান্ত সভা শেষে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত আওয়ামী লীগের নেতা-কর্মীদের হত্যা করা হয়েছিলো, গুম হয়েছিলো। আমরা সেগুলোর একটা রিপোর্ট তৈরি করছি। সব কিছুর তদন্ত হোক, সব কিছুই একটা ব্যবস্থা হোক, এটা আমরাও চাই।
এলএবাংলাটাইমস/এজেড
শেয়ার করুন