ময়মনসিংহে ট্রেনের বগি লাইনচ্যুত, চার রুটে চলাচল বন্ধ
ময়মনসিংহের শম্ভুগঞ্জে চট্টগ্রামগামী নাছিরাবাদ এক্সপ্রেস ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। এতে ময়মনসিংহের সঙ্গে চট্টগ্রাম, গৌরীপুর, মোহনগঞ্জ ও ঝারিয়ামুখী ট্রেনের চলাচল বন্ধ আছে।
আজ শনিবার সকালে শম্ভুগঞ্জের কাছাকাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন আহমেদ বলেন, নাছিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি আজ সকাল সোয়া আটটার দিকে শম্ভুগঞ্জের কাছাকাছি যেতেই একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহ থেকে চারটি রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। কিছুক্ষণের মধ্যেই উদ্ধারকাজ শেষ হবে বলে জানান ওসি।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন