রেললাইনে রোদ পোহাতে গিয়ে প্রাণ গেলো ৪ জনের
নীলফামারী সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে শিশুসহ চারজন প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে একই পরিবারের তিন রয়েছেন। তারা রেললাইনে বসে তারা রোদ পোহাচ্ছিলেন।
বুধবার (০৮ ডিসেম্বর) সকালে সদরের বউবাজার রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি।
পুলিশ ও স্থানীয় সূত জানায়, বুধবার সকালে তারা রেললাইনে বসে তারা রোদ পোহাচ্ছিলেন। এ সময় হঠাৎ ট্রেন আসায় বুঝতে না পেরে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় জানাতে পারেনি পুলিশ। স্থানীয়দের ভাষ্যমতে নিহতদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য।
এলএবাংলাটাইমস/এলআরটি/বি
[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]
শেয়ার করুন