গভীর রাতে গাজীপুরে বস্তিতে ভয়াবহ আগুন
গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের গাজীপুর জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে মিলগেট চুড়ি ফ্যাক্টরির পিছনের বস্তিতে টিন শেডের ঘর ও ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন গুদামের চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী, উত্তরা, সদর দপ্তরসহ আশপাশের ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে বিপুল ঝুট মালামাল, বাসা বাড়ি ও দোকানপাটের আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী পুড়ে গেছে।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল হামিদ।
এলএবাংলাটাইমস/এলআরটি/বি
[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]
শেয়ার করুন