আবার ডিবির ৪ সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ
কুমিল্লায় গোয়েন্দা বিভাগের (ডিবি)
পুলিশের দুই সহকারী উপপরিদর্শক (এএসআই) ও দুইকনস্টেবলকে ধরে নিয়ে গেছে ভারতীয়সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।বুধবার সন্ধ্যায় ব্রাহ্মণপাড়ার আশাবাড়িসীমান্তবর্তী এলাকা থেকে তাদের ধরে নিয়েযায়। আটক কর্মকর্তারা হলেন- ডিবি পুলিশেরএএসআই সবুজ, এএসআই আলমগীর, কনস্টেবল সেলিমএবং কনেস্টবল তাপস।মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন ঘটনারপরপর ঘটনাস্থলে ছুটে যাওয়া ডিবির এসআইশহীদুল ইসলাম।বিএসএফ সদস্যরা বাংলাদেশ সীমান্তের একশ গজভেতরে প্রবেশ করে ডিবি পুলিশের ওই চারসদস্যকে নিয়ে যায় বলে জানায় স্থানীয় সূত্র।সূত্রমতে, বুধবার সন্ধ্যায় ব্রাহ্মণপাড়ার শশীদলসীমান্তবর্তী এলাকায় ২০৫৯ নং পিলারের কাছেআশাবাড়ি গ্রামের জলিলের বাড়িতে অভিযানচালায় ডিবি কর্মকর্তারা। তারা দুইমাদকব্যবসায়ীকে আটক করে হ্যান্ডকাপ লাগিয়েনিয়ে আসতে থাকে। এসময় মাদকব্যবসায়ীদেরঅনুসারী এলাকার কিছু লোক ডিবি পুলিশের ওপরহামলা চালায়। ডিবির সদস্যরা আত্মরক্ষায় দ্রুতছুটে আসার সময় মাদক ব্যবসায়ীর লোকজন তাদেরআটকে মারধর করে।এসময় বিএসএফ সদস্যরা বাংলাদেশের সীমানায়ঢুকে পড়ে জনতার হাত থেকে ডিবি পুলিশের চারসদস্যকে ধরে ভারতে নিয়ে যায়। আক্রমণকারীরাডিবি পুলিশের দুটি পিস্তলও ছিনিয়ে নিয়েছে।এদিকে আটক চার ডিবি সদস্য ভারতের বক্সনগরেরএকটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলেওঅসমর্থিত একটি সূত্র জানায়।শেষ খবর পাওয়া পর্যন্ত কুমিল্লা জেলা গোয়েন্দাপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম,এসআই শহীদুল ইসলাম এবং বিজিবির শশীদলবিওপি ও সালদানদী বিওপির সদস্যরা ঘটনাস্থলেঅবস্থান করছেন।বিএসএফের সঙ্গে বৈঠকের মাধ্যমে আটক ডিবিপুলিশের চারজনকে ফিরিয়ে আনার তৎপরতাচালানো হচ্ছে বলেও ডিবি পুলিশ সূত্রজানিয়েছে।এদিকে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপারজাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।তিনি বলেন, ডিবি’র ওই চার সদস্য অসতর্কতামূলকভাবে সীমান্ত এলাকায় ঢুকে পড়লে বিএসএফতাদের ধরে ফেলে।তবে বিজিবির কোনো কর্মকর্তা এ বিষয়ে কথাবলতে রাজি হননি।
শেয়ার করুন