অবরোধ-হরতাল সর্বাত্মক সফলের আহ্বান জামায়াতের
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট ঘোষিত গণঅবরোধ ও হরতালসহ সকল কর্মসূচি শান্তিপূর্ণভাবে সর্বাত্মক সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী।
শনিবার এক বিবৃতিতি এ গণআন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে দিয়ে সরকারকে পদত্যাগে বাধ্য করতে বলেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, ‘দেশের জনগণের ওপর স্বৈরাচারী সরকারের জুলুম-নির্যাতন চরম আকার ধারণ করেছে। সরকার স্বৈরশাসন চালিয়ে অবৈধভাবে ক্ষমতায় থাকার ব্যর্থ প্রয়াস চালাচ্ছে।’
জামায়াত সেক্রেটারি বলেন, ‘জনগণ তাদের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার এবং জোটের সকল নেতাকর্মীর মুক্তির দাবিতে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করছে। গণআন্দোলনে দিশেহারা হয়ে সরকার গণগ্রেপ্তার, হত্যা, গুম ও অপহরণসহ নানা অপকর্মে মেতে উঠেছে।’
তিনি অভিযোগ করেন, ‘সরকারের আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় সন্ত্রাসী ক্যাডার বাহিনী গ্রামে-গঞ্জে নেতাকর্মীদের বাড়ি-ঘরে হামলা চালিয়ে ভাঙচুর এবং লুটতরাজ করে তাদের সর্বস্বান্ত করে দিচ্ছে।’
ডা. শফিকুর বলেন, ‘সরকারের আইনশৃঙ্খলা বাহিনী সন্ত্রাস সৃষ্টি করে দেশের মানুষকে আতঙ্কিত করছে। দেশের আইন ও মানবাধিকার লঙ্ঘন করে জুলুম-নির্যাতন চালিয়ে সরকার বিরোধী জোটের আন্দোলন দমন করার ব্যর্থ চেষ্টা করছে। জুলুম-নির্যাতন চালিয়ে জনগণের অধিকার আদায়ের আন্দোলন কখনো দমন করা যাবে না।’
তিনি বলেন, ‘সরকারের জুলুম-নির্যাতন সকল সীমা ছাড়িয়ে গেছে। আইনশৃঙ্খলা বাহিনী নেতাকর্মীদের বাড়িতে হানা দিয়ে তাদের না পেলে তাদের স্ত্রী, ছেলে, মেয়ে এবং আত্মীয়-স্বজনদের আটক করে জেলে পাঠিয়ে প্রতিহিংসা চরিতার্থ করছে।’
জামায়াত সেক্রেটারি বলেন, ‘আইনশৃঙ্খলাবাহিনী শুক্রবার জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম খানের ছেলে এসএসসি. পরীক্ষার্থী রিফাত আবদুল্লাহ খানকে পরীক্ষা দেয়া অবস্থায় পরীক্ষার হল থেকে অন্যায়ভাবে আটক করে।’
তিনি বলেন, ‘সরকার রিফাতকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে তার শিক্ষাজীবন ধ্বংস করার ষড়যন্ত্র করছে। একজন রাজনৈতিক নেতার ছেলে হওয়ার কারণে একজন কোমলমতি ছাত্রের শিক্ষাজীবন ধ্বংস করে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার মত গর্হিত ও অমানবিক কর্মকাণ্ডের নিন্দা জানানোর কোনো ভাষা নেই।’
ডা. শফিকুর বলেন, গণআন্দোলন দমন করার জন্য সরকার আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে আজও রাজধানী ঢাকা এবং দেশের অন্যান্য স্থানে জামায়াতসহ জোটের প্রায় দুই শত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে আছেন ছাত্রশিবিরের ছাত্র-আন্দোলন বিষয়ক সেক্রেটারি শেখ মুহাম্মাদ এনামুল কবীর।’
তিনি বলেন, দেশে বর্তমানে যে রাজনৈতিক সংকট চলছে তা ক্ষমতাসীন স্বৈরাচারী সরকারই সৃষ্টি করেছে। এ সংকটের সমাধান সরকারের সদিচ্ছার ওপরই নির্ভর করছে। কিন্তু সরকার সংকট সমাধান চায় না বলেই সংলাপে বসতে রাজি হচ্ছে না।
শেয়ার করুন