আপডেট :

        শেখ মুজিবের ম্যুরাল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলো ছাত্র-জনতা

        সরকার পদক্ষেপ নেবে আশ্বাসে তিতুমীর শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার

        সরকার পদক্ষেপ নেবে আশ্বাসে তিতুমীর শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার

        ট্রাম্পের শুল্ক আরোপের হুমকিতে কাঁপছে ভারত

        আধ্যাত্মিক নেতা আগা খানের মৃত্যু

        গাজার দখল নিতে চান ট্রাম্প

        যুক্তরাষ্ট্রের শুল্কের জবাব দিতে চীনের ৫ পদক্ষেপ

        ‘সিরিয়াস গার্লফ্রেন্ড’ পলাকে নিয়ে উচ্ছ্বসিত বিল গেটস

        বাংলায় রায় হাইকোর্ট এর

        গাজীপুরে বেক্সিমকোর কারখানা বন্ধ ঘোষণা

        নির্বাচনের ছাড়া এই মুহূর্তে বিএনপির কোনো রাজনীতি নেই

        হাসিনাকে হত্যাচেষ্টা মামলার রায় আজ

        আসছে নতুন দল: উপদেষ্টা নাহিদ

        ঢাকায় এসে নিখোঁজ হওয়া সুবাকে দেখা গেল ক্যামেরায়

        ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে নাগরিকদের তথ্য সংগ্রহ

        ইমিগ্রেন্ট ছাড়া একদিন: লস এঞ্জেলেসের প্রতিবাদ রাতেও অব্যাহত

        ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে নাগরিকদের তথ্য সংগ্রহ

        মেক্সিকো ও কানাডার পণ্যে শুল্ক আরোপ স্থগিত, চীনের সঙ্গেও আলোচনা হবে

        যুক্তরাষ্ট্রের পণ্যে পাল্টা শুল্ক চীনের

        নিউইয়র্কে বাড়ির সামনে বাংলাদেশিকে গুলি

বাংলাদেশের রাষ্ট্রদূত হন্ডুরাজের নাগরিক “এ্যামিগো” !

বাংলাদেশের রাষ্ট্রদূত হন্ডুরাজের নাগরিক “এ্যামিগো” !

বাংলাদেশের গার্মেন্টস সারা দুনিয়ায় বিখ্যাত । অমিত সম্ভাবনার এই দেশের পণ্য ছড়িয়ে পড়েছে সারা পৃথিবীতে । দিন দিন বিশ্বের বিভিন্ন প্রান্তে আমাদের গার্মেন্টস পণ্যের সুনাম ও চাহিদা বৃদ্ধি পাচ্ছে । কিন্তু এতো ভাল খবরের মধ্যে বাধ সাধছে দেশের রাজনৈতিক সংঘর্ষ , দেশের অস্থিরতা । পূর্বে আমেরিকার বিভিন্ন বড় শপিং মল ও ব্রান্ডসপ গুলোতে বেশি দেখা যেত মেইড ইন বাংলাদেশ লেখা পণ্য । এখন সেগুলো চোখে কম পড়ছে । তার পরেও আমরা থেমে নেই । একটি ঘটনা বর্ণনা করবো । এক আমেরিকা প্রবাসী সাইফুল আলম চৌধুরীর ফেসবুক টাইমলাইন থেকে নেয়া । ঘটনাটা বেশ আবেগ প্রবন । “ঝাঁ চক চকে রোদেলা সকাল, হীম হীম স্নীগ্ধ রোদে প্রতিদিনের মত রাস্তার ফুটপাথে দাঁড়িয়ে সুবেশি নারি ও পুরুষেরা পথচারিদের কাছে বাইবেল বিতরন করছে, প্রচার করছে জিসাসের বাণি । তার পাশেই দাঁড়িয়ে এ্যামিগো হকারি করছে, হাতে ধরা মোজা, ছোট হ্যান্ড তোয়ালের বান্ডিল ঝুলিয়ে হেঁটে হেঁটে বিক্রি করছে, আরেক হাতে ঝোলান বড় ব্যাগে মধ্যে গেঞ্জি আন্ডারওয়ার ছাড়া আরও যেন কি কি আছে ।এ্যামিগো কিছুদিন আগে সামান্য কিছু টাকা দিয়ে দালালের মাধ্যমে হন্ডুরাজ থেকে মেক্সিকো বর্ডার ক্রস করে আমেরিকায় চলে এসেছে, তাই তার কোনও বৈধ কাগজপত্রও নেই, আর বৈধ কাগজ পত্র না থাকায় কাজও পাচ্ছে না কোথাও, সেজন্যেই লস এঞ্জেলেসের ডাউনটাউনের হোলসেল মার্কেট থেকে সস্তায় জিনিস কিনে ফুটপাথে ঘুরে ঘুরে বিক্রি করে জীবন যাপন করে।এ্যামিগো তার নাম নয়, এটার মানে মাই ফ্রেন্ড বা আমার বন্ধু, শব্দটা স্প্যানিশ, পথচারি অপরিচিত মানুষদের এভাবেই সম্বোধন করার একটা চল লস এঞ্জেলেসে আছে। আমি তার কাছথেকে পাঁচ ডলার দিয়ে এক ডজন সাদা কালো মখমলের মোজা কিনলাম, বাংলাদেশের টাকায় সাড়ে তিনশ টাকারও বেশি কিন্তু এখানে বাজারথেকেও বেশ কমই দাম পড়ল। দশ ডলারের বিলটা তার হাতে ধরিয়ে দিয়ে যখন বল্লাম, ‘কীপ দ্য চেঞ্জ’ এ্যামিগো আমার দিকে অবাক বিষ্ময়ে তাকাল, আমি মুখ ঘুরিয়ে হাঁটা দিলাম, হাঁটতেহাঁটতে জনারন্যের ভিড়ে মিশে গেলাম, কারন আমি চাইনি এ্যামিগো আমার চোখের দিকে তাকিয়ে চিক চিক করে ওঠা জল দেখে ফেলুক, আমি জানাতে চাইনি তাকে যে, সে যে দেশের প্রোডাক্টটা বিক্রি করছে আমি সেই দেশ থেকে এসেছি। আমি তাকে জানাতে চাইনি একটু আগে সে তার কাস্টমারকে যা বলেছে তা শুনে আমার বুক গর্বে ফুলে উঠেছে তিন হাত।ফুটপাথের জনারন্যে উদ্ভ্রান্তের মত হাঁটছি, আমার হাতে ধরা মখমলের মত নরম একবান্ডিল বাংলাদেশ, বুকের মধ্যে সুদীর্ঘ ইতিহাস। গাড়ির হর্ন, বাসের শব্দ, মানুষের কোলাহল ছাপিয়ে আমার কানে বাঁজছে একটু আগে ভাঙ্গা ভাঙ্গা ভুল ভাল ইংরেজিতে এ্যামিগোর বলা সেই কথাগুলো ” দিস ইজ নট ফ্রম চায়না, দিস ইজ কাম ফ্রম বাংলাদেশ, দিস ইজ গুড, চায়না থিং নো গুড, বাংলাদেশ থিং ভেরিগুড”।আমার ভেতরে তোলপাড় হচ্ছে, বুকের মধ্যে প্যাসিফিকের ঢেউ, হাজার হাজার মাইল দুরে সাত সমুদ্র তের নদির পাড়ের এই অভিজাত সম্রাজ্যের সর্বস্তর থেকে ক্রমেই ফুটপাথ পর্যন্ত ছুঁয়ে যাচ্ছে লাল সবুজ, ঘিরে ফেলছে লাল সবুজ তার প্রেমময় পরশে নগর থেকে বন্দর, লোকালয় থেকে জনপদ। মেইড ইন বাংলাদেশ এখন নিজেই একটা বৈশ্বিক ব্রান্ড।প্রিয় লাল সবুজ তুমি পত পত করে উড়তে থাক, উড়তে থাক অনন্ত কাল ধরে, উড়তে থাক এই গ্রহের প্রতিটি আনাচে কানাচে, আকাশে বাতাসে ।

গল্পটা পড়ে মনে হল বাংলাদেশের পণ্যের সুনামের সাথে সাথে “মেইড ইন বাংলাদেশ’ শব্দগুলোকে সবার মনের মণিকোঠায় নিয়ে গেছে । চায়না কে বাদ দিয়ে বাংলাদেশ কে উপস্থাপন দেখে মনে হল , বাংলাদেশের রাষ্ট্রদূত হন্ডুরাজের নাগরিক “এ্যামিগো” ! এভাবেই ভাল কাজের মাধ্যমেই সারা দুনিয়ায় আমাদের সম্মানের স্থান করে নিবে আমাদের সোনার বাংলাদেশ ।

কৃতজ্ঞতাঃ সাইফুল আলম চৌধুরী

শেয়ার করুন

পাঠকের মতামত