বৃহস্পতিবারের এসএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত হয়নি
বিএনপি নেতৃত্বাধীন ২০ দল হরতালের সময়সীমা বাড়ালেও বৃহস্পতিবারের এসএসসি ও সমমানের পরীক্ষা এখনও স্থগিত করেনি শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে বুধবার সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।মঙ্গলবার বিকেলে সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।শিক্ষামন্ত্রী বলেন, 'আমরা আশা ছাড়ছি না। যদি তারা মানবিক হন তাহলে হরতাল প্রত্যাহার করবেন। আশা করছি, শিক্ষার্থীদের কথা বিবেচনা তারা হরতাল প্রত্যাহার করবেন।'আগামী শুক্র ও শনিবারের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
২০ দলের ডাকা হরতাল শুক্রবার সকাল ৬টা পর্যন্ত বাড়ানো হয়েছে মঙ্গলবার দুপুরে বিবৃতিতে জানানো হয়। হরতাল বাড়ানোর ঘণ্টা খানেক পর শিক্ষামন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন করলেন।এর আগে হরতালের কারণে এসএসসি পরীক্ষা শুরুর দিন গত ২ ফেব্রুয়ারির এবং ৪, ৮ ও ১০ ফেব্রুয়ারির পরীক্ষা পিছিয়ে দিতে বাধ্য হয় শিক্ষা মন্ত্রণালয়।
শেয়ার করুন