ভেনচুরা কাউন্টিতে গ্যাং-সম্পর্কিত হামলার ঘটনায় ৪ সন্দেহভাজন গ্রেফতার
ভয়েস অব আমেরিকার ১৩০০ কর্মী ছুটিতে যাচ্ছেন
ছবিঃ এলএবাংলাটাইমস
ভয়েস অব আমেরিকা (VOA) সম্প্রতি ঘোষণা করেছে যে, প্রতিষ্ঠানটি তাদের ১৩০০ জন কর্মীকে ছুটিতে পাঠাবে। এই পদক্ষেপটি কর্মীদের সুস্থতা এবং সন্তুষ্টি নিশ্চিত করতে নেওয়া হয়েছে, যাতে তারা মানসিক ও শারীরিকভাবে সতেজ থাকতে পারেন।
VOA জানিয়েছে, কর্মীদের ছুটির ব্যবস্থা তাদের কর্মক্ষমতা এবং প্রতিষ্ঠানটির সামগ্রিক কাজের পরিবেশে ইতিবাচক প্রভাব ফেলবে। প্রতিষ্ঠানটি আশা করছে, এই ছুটি কর্মীদের আরও উৎসাহিত করবে এবং তাদের কাজে আগ্রহ বৃদ্ধি পাবে। তবে, এই ছুটি VOA-এর কার্যক্রমে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না এবং বেতন সংক্রান্ত কোনো সমস্যা হবে না বলে নিশ্চিত করা হয়েছে।
ভয়েস অব আমেরিকার মূল প্রতিষ্ঠান দ্য ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়া (ইউএসএজিএম) তাদের আরও দুই সংবাদমাধ্যম রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টি ও রেডিও ফ্রি এশিয়ার বরাদ্দও বাতিল করা হয়েছে। পূর্ব ইউরোপের দেশগুলোতে রেডিও ফ্রি ইউরোপ সম্প্রচারিত হয়। এ ছাড়া ইউক্রেন ও রাশিয়া থেকেও এটি শোনা যায়। রেডিও ফ্রি এশিয়া চীন ও উত্তর কোরিয়ায় সম্প্রচারিত হয়।
এলএবাংলাটাইমস/এজেড
শেয়ার করুন