আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টির বাসিন্দাদের জন্য কর ফাইলিংয়ের সময়সীমা বাড়ানো হয়েছে

        যুক্তরাষ্ট্র কি মন্দার পথে যাচ্ছে, কী বলছেন ট্রাম্প

        সাতজন বিশিষ্ট ব্যক্তি ২০২৫ সালের স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন

        জেলের দাগ একবার যার লাগছে, সেই দাগি...

        রাশিয়ার সঙ্গে স্থলযুদ্ধ চালিয়ে যেতে চায় ইউক্রেন, বিরতি চায় আকাশ ও নৌপথে

        যে অভিযোগে গ্রেপ্তার হল ফিলিপাইনে সাবেক প্রেসিডেন্ট

        জিয়াউর রহমানকে দেওয়া স্বাধীনতা পুরস্কার বহাল করা হয়েছে

        রাষ্ট্রপতিকে স্পিকারের শপথ পড়ানো প্রশ্নে রুল জারি হাইকোর্টের

        বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনাকে হারালো ব্রাজিল

        প্রবাসীদের জন্য প্রক্সি ভোটসহ তিনটি পদ্ধতি নিয়ে এগোচ্ছে নির্বাচন কমিশন

        ইউরিক অ্যাসিড কমাতে উপকারী হচ্ছে ড্রাই ফ্রুটস

        রংপুর-ময়মনসিংহ-সিলেট বিভাগে বৃষ্টি হতে পারে

        দুই শক্তিশালী ঝড়ের আঘাতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা

        লস এঞ্জেলেসে ট্রেনের ধাক্কায় দুই পথচারীর মৃত্যু

        রোজা রেখেই খেলছেন লামিনে ইয়ামাল

        ফিল্মফেয়ারে মোশাররফ-চঞ্চলের মর্যাদার লড়াই। কে হাসবেন বিজয়ের হাসি ?

        নারীর প্রতি সহিংসতার সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগে ৩০ কলেজের শিক্ষার্থীরা

        এক্সবিভ্রাটে সাইবার হামলাকে দুষলেন ইলন মাস্ক

        আদিবাসীদের সামাজিক উৎসবগুলোতে ছুটির দাবিতে সংবাদ সম্মেলন করা হয়

        হার্দিক বললেন, ‘ফাইনাল ম্যাচ ইউ পারফর্ম, হোয়াট হ্যাপেনিং’

ফেডারেল নিয়োগ স্থগিতাদেশের কারণে বাতিল হচ্ছে ফায়ারফাইটারদের চাকরি

ফেডারেল নিয়োগ স্থগিতাদেশের কারণে বাতিল হচ্ছে ফায়ারফাইটারদের চাকরি

ছবিঃ এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ায় বছরজুড়ে আগুন নিয়ন্ত্রণের প্রয়োজন হয়, তাই মৌসুমী ওয়াইল্ডল্যান্ড ফায়ারফাইটারদের গুরুত্ব অপরিসীম। তবে সাম্প্রতিক সময়ে অনেকের চাকরি বাতিল করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

জেন ম্যাককার্থি গত পাঁচ বছর ধরে ন্যাশনাল পার্ক সার্ভিস ও ব্যুরো অফ ল্যান্ড ম্যানেজমেন্টে মৌসুমী ফায়ারফাইটার হিসেবে কাজ করছেন।

"এটি এমন একটি কাজ যেখানে আপনি সত্যিকার অর্থেই কিছু করতে পারছেন বলে অনুভব করেন," বলেন ম্যাককার্থি। "বিশেষ করে যখন আপনি ফেডারেল সার্ভিসের জন্য কাজ করেন।"

তিনি আলাস্কায় মৌসুমী ওয়াইল্ডল্যান্ড ফায়ারফাইটার হিসেবে কাজের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন। কিন্তু অনবোর্ডিং প্রক্রিয়ার মাঝামাঝি অবস্থায় এসে জানতে পারেন যে তার চাকরির অফার বাতিল করা হয়েছে।

"আমি মানসিকভাবে স্থির থাকার চেষ্টা করছি, কিন্তু এটি আমার কাছে বোধগম্য নয় যে ওয়াইল্ডল্যান্ড ফায়ারফাইটারদের বাদ দেওয়া হচ্ছে, বিশেষ করে বিগত বছরের ভয়াবহ আগুনের ঘটনা এবং এই শীতকালীন পরিস্থিতির পরেও," বলেন তিনি।

গত মাসে প্রেসিডেন্ট ট্রাম্প কর্তৃক ঘোষিত ফেডারেল নিয়োগ স্থগিতাদেশের ফলে কোনো ফেডারেল অসামরিক শূন্য পদ পূরণ বা নতুন পদ সৃষ্টি করা যাবে না।

যদিও এই আদেশ জননিরাপত্তার সাথে সম্পর্কিত পদগুলোর ক্ষেত্রে প্রযোজ্য নয়, তবুও হাজার হাজার মৌসুমী ফায়ারফাইটারদের চাকরি অনিশ্চিত অবস্থায় রয়েছে।

"এটি অনেকের মধ্যেই ভয় তৈরি করেছে। আমার মধ্যেও রয়েছে। আমার কি অন্য কোথাও চাকরি খোঁজা উচিত? আমি কি কর্মহীন হয়ে যাব?" বলেন ম্যাককার্থি।

ক্যালিফোর্নিয়ার সিনেটর অ্যাডাম শিফ ফেডারেল মৌসুমী ফায়ারফাইটারদের এই নিয়োগ স্থগিতাদেশ থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছেন।

"প্রতি বছর ১৫,০০০-এর বেশি মৌসুমী ফেডারেল ওয়াইল্ডল্যান্ড ফায়ারফাইটারদের কঠোর পরিশ্রম ও ত্যাগের উপর আমাদের সম্প্রদায় নির্ভরশীল," শিফ তার চিঠিতে উল্লেখ করেছেন।

"বাড়তে থাকা বিধ্বংসী দাবানলের মুখে, আমরা আমাদের আগুন নেভানোর উপায় সীমিত করতে পারি না," তিনি আরও যোগ করেন।

ডিসেম্বরে, ইউএস ফরেস্ট সার্ভিসের একজন মুখপাত্র স্বীকার করেন যে বিশেষ করে মধ্যস্তরের ব্যবস্থাপনার পদগুলোতে বেতন সংক্রান্ত সমস্যার কারণে কর্মী ধরে রাখার ক্ষেত্রে জটিলতা তৈরি হচ্ছে।

ন্যাশনাল ফেডারেশন অফ ফেডারেল এমপ্লয়িজ (NFFE), যা ফেডারেল ওয়াইল্ডল্যান্ড ফায়ারফাইটারদের প্রতিনিধিত্বকারী ইউনিয়ন, বলছে যে অর্থসংকট ও নিয়োগ স্থগিতাদেশের ফলে অনেক ফায়ারফাইটার অন্য পেশায় চলে যেতে পারেন।

"আমরা আশা করি আগুন আরও বড় হবে। আমরা আশা করি সম্প্রদায় ধ্বংস হবে এবং মানুষ প্রাণ হারাবে যদি ওয়াইল্ডল্যান্ড ফায়ারফাইটাররা তাদের কাজ করতে না পারেন," বলেন NFFE-এর স্টিভেন গুটিয়েরেজ।

ম্যাককার্থি তার পছন্দের কাজে ফিরতে চান। তিনি কয়েক সপ্তাহ অপেক্ষা করবেন এবং তারপর অন্য কাজের সুযোগ বিবেচনা করবেন।

"এই সিদ্ধান্ত গ্রহণের স্বচ্ছতার অভাবই সবচেয়ে কঠিন বিষয়, কারণ অনেকেই এই ধাক্কা সামলে ফিরে আসতে পারবেন না," বলেন তিনি।

ইউএস ফরেস্ট সার্ভিস জানিয়েছে যে তাদের প্রধান অগ্রাধিকার হল তারা যে সম্প্রদায়গুলোর জন্য কাজ করে, তাদের সুরক্ষা নিশ্চিত করা।

সংস্থাটি আরও জানিয়েছে যে ওয়াইল্ডল্যান্ড ফায়ারফাইটারদের কাজ জননিরাপত্তার অংশ হিসেবে বিবেচিত হয় এবং তারা পার্সোনেল ম্যানেজমেন্ট অফিসের সাথে কাজ করে যাচ্ছেন এই পদগুলো পূরণের জন্য।

 এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত