আগমীকাল বেঙ্গলী আমেরিকান হিন্দু সোসাইটির বিজয়া সম্মিলনী
সম্প্রতি শেষ হওয়া শারদীয় দুর্গাপূজায় সহযোগিতাকারী শিল্পী, উপস্থাপক, স্পন্সর, সংগঠনের নেতৃবৃন্দ ও অতিথিদের সম্মানে লস এঞ্জেলেসে বিজয়া সম্মিলনী আয়োজন করেছে বেঙ্গলী আমেরিকান হিন্দু সোসাইটি।
আগামীকাল ১৪ অক্টোবর শনিবার, বিকেল ৬টায় হার্বার্ড কলেজের অডিটরিয়ামে অনুষ্ঠিতব্য এই সম্মিলনীতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেপিসি গ্রুপের চেয়ারম্যান ডা. কালিপ্রদপী চৌধুরী ও এমি ঘোষ। এতে সংশ্লিষ্ট সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন সোসাইটির চেয়ারম্যান ড. সুকৃত মুখার্জি।
এলএবাংলাটাইমস/এলএ/এলআরটি
শেয়ার করুন