আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা
দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে ফেনীর সোনাগাজী উপজেলার সালাহ উদ্দিন পারভেজ (২০) নামে এক যুবক খুন হয়েছে।
বাংলাদেশ সময় শুক্রবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। পারেভেজ উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের চর গোপালগাঁও গ্রামের সাহাব উদ্দিনের ছেলে।
নিহতের পরিবার সূত্র জানা গেছে, ২০১৪ সালে পরিবারের হাল ধরতে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমায় পারভেজ। সেখানে ব্লুফল্টিম শহরে সুপার শপের মালিক।
একই এলাকার বাসিন্দা আফ্রিকার প্রবাসী আবুল বশর জানান, গত কিছুদিন ধরে একদল দুর্বৃত্ত তার কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেয়ায় শুক্রবার বাংলাদেশ সময় রাত ১২টার দিকে দুর্বৃত্তরা দোকানে হানা দিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে পারভেজ গুলিবিদ্ধ হলে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, পারভেজের মৃত্যুতে ওই এলাকায় প্রবাসী বাংলাদেশিদের মাঝে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। তার লাশ দেশে পাঠানোর জন্য চেষ্টা চলছে বলে তিনি জানান।
শেয়ার করুন