ক্যালিফোর্নিয়া প্রবাসী গোলাম মজিদ খানের ইন্তেকাল
গত ১৫ই অক্টোবর ২০২০ তারিখে ওয়েস্টমিনিস্টার, গার্ডেন গ্রোপ ক্যালিফোর্নিয়ায় বাসকারী গোলাম মজিদ খান (৭০) ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত দুই সপ্তাহ আগে তিনি পারিবারিক এবং ব্যক্তিগত কাজে ঢাকায় গিয়েছিলেন। চাঁদপুরের অধিবাসী জনাব গোলাম মজিদ খান সর্বপ্রকার কাজ শেষ করে ঢাকা শহরে উত্তরা তে বসবাস করছিলেন হঠাৎ বুকের ব্যথায় হার্ট অ্যাটাক করে এবং হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই তিনি ইন্তেকাল করেন। আগামী ২৩শে অক্টোবর তার লস এঞ্জেলেস ফিরে আসার টিকিট কনফার্ম ছিল ।
তিনি সপরিবারে দীর্ঘ ৪০ বছর যাবৎ লস এঞ্জেলেস এবং এর পার্শ্ববর্তী এলাকায় বসবাস করছিলেন। মৃত্যুর পূর্বে এক ছেলে এক মেয়ে এবং অসংখ্য আত্মীয় স্বজন এবং গুনগ্রাহী রেখে গিয়েছেন। লস অ্যাঞ্জেলেস কমিউনিটি এক্টিভিটিস্ট এবং বিভিন্ন সংগঠনের সংগঠক এবং এনআরবি গ্লোবাল এর প্রেসিডেন্ট তারেক বাবু উনার একমাত্র জামাই।
তারেক বাবুলস অ্যাঞ্জেলস সহ সকল প্রবাসী নিকট তার শ্বশুরের জন্য দোয়া প্রার্থনা কামনা করেছেন। তারেক বাবু সস্ত্রীক বাংলাদেশের গেছেন তার শশুরের দাফন সম্পন্ন করার জন্য।
এলএবাংলাটাইমস/এলআরটি/সিসি
শেয়ার করুন