সিলেট

নবীন ও প্রবীণ কবি সাহিত্যিকদের মেলবন্ধন

নবীন ও প্রবীণ কবি সাহিত্যিকদের মেলবন্ধন তৈরির প্রত্যয়ে এগিয়ে চলা জাতীয় সাহিত্য সংগঠন কাব্যকথা সাহিত্য পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে শনিবার (১৪ ডিসেম্বর) নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জ সাহিত্য উৎসব ২০২৪। এতে সভাপতিত্ব করেন কবি আরিফ মঈনুদ্দীন। শতাধীক কবি ও সাহিত্যিকদের উপস্থিতিতে অনুষ্ঠানে ছিল আলোচনা, স্বরচিত লেখাপাঠ, পুঁথিপাঠের আসর, শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সম্মাননা ও নারায়ণগঞ্জ সাহিত্য সম্মাননা প্রদান। অনুষ্ঠানে সিলেটের মৌলভীবাজার জেলার কৃতিসন্তান আজিজুল ড. আম্বিয়া লেখক ও গবেষক হিসেবে অর্জন করেছেন শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সম্মাননা। ছোটবেলা থেকে লেখালেখির হাতেখড়ি হলেও দেশপ্রেম, রাজনৈতিক ও মানবিক চেতনাবোধ থেকে বর্তমানে নিরন্তর লিখে যাচ্ছেন আজিজুল আম্বিয়া। তিনি সাহিত্য ও সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন জনকল্যাণমূলক কাজও করে যাচ্ছেন। তিনি পৃথিবীর বিভিন্ন দেশের বাংলা ভাষাভাষি পত্রপত্রিকায় নিয়মিত কলাম লিখেন। পেশাগত জীবনে লন্ডন প্রবাসী হয়েও দেশমাতৃকার ভালবাসায় বাংলাভাষার কলম সৈনিক হিসেবে নিরলস লিখে যাচ্ছেন কবিতা, প্রবন্ধ, গল্প, উপন্যাস ইত্যাদি। আজিজুল আম্বিয়া একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা হয়েও বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মাটি, প্রকৃতি, খাল-বিল-হাওরের মাঝেই যেন তাঁর মন ও মানসের বিচরণ সবর্দা। আজিজুল আম্বিয়া একাদারে একজন সমাজসেবক, শিক্ষানুরাগী, সাংবাদিক, কবি, গল্পকার, প্রাবন্ধিক, গবেষক ও কলাম লেখক। ইতোপূর্বে সাহিত্যের বিভিন্ন শাখায় বিশেষ অবদানের স্মীকৃতি স্বরূপ পেয়েছেন জাতীয় সাহিত্য সম্মাননাসহ দেশে বিদেশে অনেক সম্মাননা ও পুরস্কার। তিনি সমধারা, সৈয়দ মুজতবা আলী পুরস্কার, জাতীয় সাহিত্য উৎসব-২৩ এবং বাংলাদেশ-ভারত মৈত্রী পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। তারই ধারাবাহিকতায় শহীদ বুদ্ধিজীবী দিবসে নারায়ণগঞ্জ সাহিত্য উৎসব থেকে অর্জন করেছেন শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সম্মাননা। শনিবার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির উপপরিচালক এসএম শামীম আকতার। অনুষ্ঠান উদ্বোধক করেন দৈনিক খবরের পাতার সম্পাদক মাহবুবুর রহমান মাসুম। প্রধান বক্তা ছিলেন শহীদ বুদ্ধিজীবীর সন্তান এবিএম সোহেল রশিদ। বিশেষ অতিথি ছিলেন দৈনিক দেশের আলোর সম্পাদক ও প্রকাশক আনিসুল ইসলাম সানি। আরিফ মঈনুদ্দিনের হাত থেকে আজিজুল আম্বিয়ার পক্ষে সম্মাননাটি নেন শিবির আহমেদ লিটন। এ সময় উপস্থিত ছিলেন কবি এসএ শামীম, বীর মুক্তিযোদ্ধা আবদুল হক চাষি। বক্তব্য দেন কাব্যকথা কুমিল্লা জেলার সভাপতি কবি আবদুল কাউয়ূম, ফরিদপুর জেলার সভাপতি কবি রোকন উদ্দিন, মুন্সিগঞ্জ জেলান সভাপতি কবি যাকির সাইদ। এলএবাংলাটাইমস/আইটিএলএস