সিলেট

কৃষি ও মৎস্যজীবী ট্রেড ইউনিয়নের ইফতার মাহফিল

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন তাহিরপুর উপজেলার অন্তর্ভুক্ত তাহিরপুর কৃষি ও মৎস্যজীবী ট্রেড ইউনিয়নের ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। মঙ্গলবার উপজেলার সদরের ধুতম এলাকায় উক্ত ইফতার মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি ও মৎস্যজীবী ট্রেড ইউনিয়নের সভাপতি আব্দুল বারিকের সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক কল্যাণের সাধারণ সম্পাদক আব্দুল আলীম ইমতিয়াজের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক লুৎফুর রহমান দুলাল। মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা শ্রমিক কল্যাণের প্রধান উপদেষ্টা অধ্যাপক রুকন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি সালেহ আহমদ নজির, উপদেষ্টামন্ডলীর সদস্য তৈইফুর রহমান হোসেন, শফিকুল ইসলাম, সাবেক শ্রমিক নেতা আনোয়ার উদ্দিন ও উপদেষ্টা মাওলানা শাহজান আলী ও উপজেলা শ্রমিক কল্যাণের সহ-সভাপতি আবিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, তাহিরপুর কৃষি ও মৎস্যজীবী ট্রেডি ইউনিয়নের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, শ্রমিক নেতা আব্দুল্লাহ, রিয়াদ হাসান, শাকিল পারভেজ, আবুল কালাম আজাদ, মাফিক মিয়া, রুকন মিয়া ও হেলিম মিয়া প্রমুখ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস