১৪ পেরিয়ে ১৫ বছরে পদার্পণ করেছে দেশের সর্বাধিক প্রচারিত সংবাদপত্র ‘বাংলাদেশ প্রতিদিন’। পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার (১০ মার্চ) সিলেট ব্যুরো অফিসের উদ্যোগে বর্ণাঢ্য নানা কর্মসূচি গ্রহণ করা হয়। দুপুরে সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে পালিত হয় এসব কর্মসূচি।
কর্মসূচির মধ্যে ছিলো কেক কাটা, আলোচনা সভা ও আনন্দ-আড্ডা। এসব আয়োজনে অংশ নেন সিলেটের সকল শ্রেণি-পেশার প্রতিনিধি।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশমির রেজা, রাজনীতিবীদ নুরুল ইসলাম সোহেল ও তানজিল আহমদ প্রমুখ।
এলএবাংলাটাইমস/আইটিএলএস