নগরীতে ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে সিলেট সিটি কর্পোরেশন। রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের নেতৃত্বে রবিবার (১০ মার্চ) নগরীর ২৫ এবং ২৬ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সিসিকের লাইসেন্স বিভাগ এ অভিযান চালায়।
এসময় একটি দোকান সীলগালা ও বিভিন্ন দোকানে ১ লক্ষ ৩৪ হাজার নগদ অর্থ জরিমানা আদায় করা হয়।
পানির অবৈধ সংযোগ বন্ধ, মেয়াদ উত্তীর্ণ ট্রেড লাইসেন্স জরিমানাসহ বিভিন্ন অবৈধ স্থাপনার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে সিলেট সিটি কর্পোরেশন। তারই অংশ হিসেবে রবিবার এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় সিলেট মহানগর পুলিশের একটি আভিযানিক দল এবং সিসিকের লাইসেন্স শাখার কর্মকর্তাগণ অভিযানে অংশগ্রহণ করেন।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস