সিলেট

বিআর‌টিসি বাসে অগ্নিকাণ্ড

সিলেটের গোলাপগঞ্জে বিআর‌টিসি একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য বাসে থাকা যাত্রীরা রক্ষা পেয়েছেন। সোমবার (৪ মার্চ) বি‌কেল ৩ টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হেতিমগঞ্জে সিলেট থেকে জ‌কিগ‌ঞ্জগামী বিআরটিসি বাসে এ অ‌গ্নিকা‌ন্ডের ঘটনা ঘটে। বাসের যাত্রীরা জানান, সিলেট থেকে ছেড়ে আসা বাসটি কুচাই নামক স্থানে আসামাত্র তারা পোড়া গন্ধ পান। বিষয়টি বাস চালককে জানালেও তিনি এতে কর্নপাত করেননি। এক পর্যায়ে হেতিমগঞ্জে আসামাত্র একজন যাত্রী গাড়িতে আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। এসময় একজন যাত্রীর ব্যাগেও আগুন লেগে যায়। তাৎক্ষণিক স্থানীয়দের প্রচেষ্টায় বাসের আগুন নিয়ন্ত্রণে আসে। এলএবাংলাটাইমস/আইটিএলএস