ভারত সরকারের ব্যবস্থাপনায় বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশনের সদস্য হয়ে আট দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে যাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন অঙ্গনের একশ তরুণ-তরুণী। প্রতি বছর তিনটি ধাপে বিভিন্ন বাছাই প্রক্রিয়া শেষে প্রায় লক্ষাধিক প্রতিযোগীদের থেকে সেরা একশজনকে বাছাই করে ইন্ডিয়ান হাইকমিশন ঢাকা।
আগামী ২৫ ফেব্রুয়ারি তারা ঢাকা থেকে দিল্লির উদ্দেশ্যে যাত্রা করবেন, ফিরবেন ৪ মার্চ।
বিওয়াইডি-২০২৩’র এই কর্মসূচির আওতায় আটদিনের সফরে নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ এবং দিল্লি ও মুম্বাইয়ের অসংখ্য দর্শনীয় ও ঐতিহাসিক স্থান পরিদর্শনের কথা রয়েছে।
এতে সিলেট বিভাগ থেকে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন মোট দশজন।
তারা হলেন :
রিফাত আরা রিফা-
পরামর্শদাতা অটিজম ও অটিজম ব্যবস্থাপনা এলোহা অটিজম ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ইউএসএ)। বোর্ড অফ ডিরেক্টরস চিল্ড্রেন অফ দা ওয়ার্ল্ড কো-অপ্ (ইউএসএ) এবং স্বত্বাধিকারী রিফাত সোশ্যাল স্টুডিও। তাছাড়াও তিনি বাংলাদেশ বেতার সিলেটের অনুষ্ঠান ঘোষক ও আরজে। দেবজ্যোতি চৌধুরী-
সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার,
আইটি ল্যাব সলিউশন্স লিমিটেড।
ভিজিটিং লেকচারার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এবং সাবেক প্রভাষক (আইটি), সিলেট সরকারি নার্সিং কলেজ। তাছাড়া তিনি আমেরিকায় অবস্থিত বিশ্বের সর্ববৃহৎ এডুকেশনাল ও সাইন্টিফিক কম্পিউটিং সোসাইটি ACM (Association for Computing Machinery) এর একজন সদস্য। এছাড়াও তিনি নানান সামাজিক, সাংস্কৃতিক কর্মকান্ড এবং আইসিটি বিষয়ক বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, গবেষণা ও শিক্ষকতার সাথে যুক্ত। স্বপ্নীলা চৌধুরী-
প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত রবীন্দ্র ও নজরুল সঙ্গীতশিল্পী।
পিছিয়ে পড়া সনাতনী সম্প্রদায় নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ‘সনাতন’ এর কর্মী। তাছাড়া তিনি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উইং ‘শিক্ষ ঐক্য পরিষদ’ এর একজন সদস্য। অসীম শর্মা-
রন্ধন শিল্পী। সেরা রাঁধুনী ১৪২৭ এর সেরা ১০ এর একজন। প্রাক্তন ছাত্র, ব্যবসায়ে প্রশাসন, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, সিলেট এবং সদস্য, দর্পন থিয়েটার সিলেট। মোস্তাফিজুর রহমান রাহাত-
ইয়াং প্রফেশনাল হিসেবে কাজ করছেন ফিউচার অফ ওয়ার্ক টিম, এটুআই (a2i), আইসিটি মন্ত্রণালয়ে। পড়াশোনা করেছে নৃবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তিনি এর আগে ফিলিপাইনে ইউনেস্কো আয়োজিত কালচারাল হেরিটেজ কনফারেন্স ও ইন্টারন্যাশনাল ফিল্ড স্কুলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। জয়িতা বণিক-
শিক্ষার্থী পরিসংখ্যান বিভাগ, এমসিকলেজ, সিলেট এবং নৃত্যশিল্পী ও নৃত্যপ্রশিক্ষক নৃত্যশৈলী, সিলেট। শিমন তালাং-
সাবেক খেলাধুলা বিষয়ক সম্পাদক, খাসি স্টুডেন্ট ইউনিয়ন (কেএসইউ), প্রথম বাংলাদেশী খাসিয়া হিসেবে BYD নির্বাচিত এবং প্রাক্তন শিক্ষার্থী, এমসি কলেজ, সমাজবিজ্ঞান বিভাগ। শুভ ধর-
যুগ্ম সাধারণ সম্পাদক, সাস্ট সাহিত্য সংসদ।শিক্ষার্থী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট। অনিক সিনহা-
গবেষণা সহযোগী ও স্নাতকোত্তর শিক্ষার্থী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এবং সাবেক সহ-সভাপতি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটি। অনন্যা শুভ্রা তৃষা-
শিক্ষার্থী বিএসসি ইন কম্পিউটার সাইন্স, ব্র্যাক ইউনিভার্সিটি। কোন্টানাইট বাংলাদেশ, হিউম্যান সেন্টারর্ড ডাটা ও কম্পিউটিং বিষয়ে রিসার্চের সাথে যুক্ত এবং প্রাক্তন শিক্ষার্থী, ছায়ানট রবীন্দ্র সঙ্গীত সূচনা। গত ২১শে ফেব্রুয়ারি সকালে ভারতীয় হাইকমিশন ঢাকার আমন্ত্রণে ঢাকায় অবস্থিত হাইকমিশিনে একশজন ডেলিগেটসদের নিয়ে ফ্লাগ অফ ইভেন অনুষ্ঠিত হিয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। বিওয়াইডি’র আওতায় বাংলাদেশ থেকে প্রতি বছর ১০০ জন তরুণ প্রতিনিধি নির্বাচন করা হয়। এদের মধ্যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উদ্যোক্তা, সাংবাদিক, শিক্ষক, ছাত্রছাত্রীসহ বিভিন্ন পেশার তরুণ-তরুণীরা থাকেন। ২০১২ সালে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ইচ্ছায় শুরু হয় ‘বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন টু ইন্ডিয়া’ কর্মসূচি। এরপর থেকে প্রতিবছর বাংলাদেশ থেকে বিভিন্ন অঙ্গনের ১০০ জন তরুণ-তরুণীকে নিয়ে সফরের আয়োজন করে দেশটির হাইকমিশন।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
পরামর্শদাতা অটিজম ও অটিজম ব্যবস্থাপনা এলোহা অটিজম ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ইউএসএ)। বোর্ড অফ ডিরেক্টরস চিল্ড্রেন অফ দা ওয়ার্ল্ড কো-অপ্ (ইউএসএ) এবং স্বত্বাধিকারী রিফাত সোশ্যাল স্টুডিও। তাছাড়াও তিনি বাংলাদেশ বেতার সিলেটের অনুষ্ঠান ঘোষক ও আরজে। দেবজ্যোতি চৌধুরী-
সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার,
আইটি ল্যাব সলিউশন্স লিমিটেড।
ভিজিটিং লেকচারার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এবং সাবেক প্রভাষক (আইটি), সিলেট সরকারি নার্সিং কলেজ। তাছাড়া তিনি আমেরিকায় অবস্থিত বিশ্বের সর্ববৃহৎ এডুকেশনাল ও সাইন্টিফিক কম্পিউটিং সোসাইটি ACM (Association for Computing Machinery) এর একজন সদস্য। এছাড়াও তিনি নানান সামাজিক, সাংস্কৃতিক কর্মকান্ড এবং আইসিটি বিষয়ক বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, গবেষণা ও শিক্ষকতার সাথে যুক্ত। স্বপ্নীলা চৌধুরী-
প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত রবীন্দ্র ও নজরুল সঙ্গীতশিল্পী।
পিছিয়ে পড়া সনাতনী সম্প্রদায় নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ‘সনাতন’ এর কর্মী। তাছাড়া তিনি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উইং ‘শিক্ষ ঐক্য পরিষদ’ এর একজন সদস্য। অসীম শর্মা-
রন্ধন শিল্পী। সেরা রাঁধুনী ১৪২৭ এর সেরা ১০ এর একজন। প্রাক্তন ছাত্র, ব্যবসায়ে প্রশাসন, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, সিলেট এবং সদস্য, দর্পন থিয়েটার সিলেট। মোস্তাফিজুর রহমান রাহাত-
ইয়াং প্রফেশনাল হিসেবে কাজ করছেন ফিউচার অফ ওয়ার্ক টিম, এটুআই (a2i), আইসিটি মন্ত্রণালয়ে। পড়াশোনা করেছে নৃবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তিনি এর আগে ফিলিপাইনে ইউনেস্কো আয়োজিত কালচারাল হেরিটেজ কনফারেন্স ও ইন্টারন্যাশনাল ফিল্ড স্কুলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। জয়িতা বণিক-
শিক্ষার্থী পরিসংখ্যান বিভাগ, এমসিকলেজ, সিলেট এবং নৃত্যশিল্পী ও নৃত্যপ্রশিক্ষক নৃত্যশৈলী, সিলেট। শিমন তালাং-
সাবেক খেলাধুলা বিষয়ক সম্পাদক, খাসি স্টুডেন্ট ইউনিয়ন (কেএসইউ), প্রথম বাংলাদেশী খাসিয়া হিসেবে BYD নির্বাচিত এবং প্রাক্তন শিক্ষার্থী, এমসি কলেজ, সমাজবিজ্ঞান বিভাগ। শুভ ধর-
যুগ্ম সাধারণ সম্পাদক, সাস্ট সাহিত্য সংসদ।শিক্ষার্থী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট। অনিক সিনহা-
গবেষণা সহযোগী ও স্নাতকোত্তর শিক্ষার্থী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এবং সাবেক সহ-সভাপতি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটি। অনন্যা শুভ্রা তৃষা-
শিক্ষার্থী বিএসসি ইন কম্পিউটার সাইন্স, ব্র্যাক ইউনিভার্সিটি। কোন্টানাইট বাংলাদেশ, হিউম্যান সেন্টারর্ড ডাটা ও কম্পিউটিং বিষয়ে রিসার্চের সাথে যুক্ত এবং প্রাক্তন শিক্ষার্থী, ছায়ানট রবীন্দ্র সঙ্গীত সূচনা। গত ২১শে ফেব্রুয়ারি সকালে ভারতীয় হাইকমিশন ঢাকার আমন্ত্রণে ঢাকায় অবস্থিত হাইকমিশিনে একশজন ডেলিগেটসদের নিয়ে ফ্লাগ অফ ইভেন অনুষ্ঠিত হিয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। বিওয়াইডি’র আওতায় বাংলাদেশ থেকে প্রতি বছর ১০০ জন তরুণ প্রতিনিধি নির্বাচন করা হয়। এদের মধ্যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উদ্যোক্তা, সাংবাদিক, শিক্ষক, ছাত্রছাত্রীসহ বিভিন্ন পেশার তরুণ-তরুণীরা থাকেন। ২০১২ সালে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ইচ্ছায় শুরু হয় ‘বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন টু ইন্ডিয়া’ কর্মসূচি। এরপর থেকে প্রতিবছর বাংলাদেশ থেকে বিভিন্ন অঙ্গনের ১০০ জন তরুণ-তরুণীকে নিয়ে সফরের আয়োজন করে দেশটির হাইকমিশন।
এলএবাংলাটাইমস/আইটিএলএস