লা লিগায় শিরোপার লড়াইয়ে উত্তেজনা আরও বাড়িয়ে দিল বার্সেলোনা। অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে ২-০ গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনে ৪-২ গোলের জয় তুলে নিয়েছে কাতালান ক্লাবটি। ফেররান তরেসের জোড়া গোল ও লামিন ইয়ামালের চমক দলকে এনে দিয়েছে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট।
রিয়াদ এয়ার মেট্রোপলিটানে ম্যাচের শুরুটা ছিল স্বাগতিকদের নিয়ন্ত্রণে। প্রথমার্ধের যোগ করা সময়ে আর্জেন্টাইন ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজের গোলে এগিয়ে যায় অ্যাটলেটিকো মাদ্রিদ। বিরতির পর ৭০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আলেক্সান্ডার সরলথ। কিন্তু এরপরই ম্যাচে ঘুরে দাঁড়ায় বার্সেলোনা। এক মিনিটের ব্যবধানে প্রথম গোল শোধ করেন রবার্ট লেভান্ডোভস্কি। ৭৮ মিনিটে সমতা ফেরান বদলি হিসেবে নামা তরেস।
ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছিলো, তখন অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে বাঁ-পায়ের দারুণ শটে গোল করেন তরুণ উইঙ্গার লামিন ইয়ামাল। এরপর যোগ করা সময়ের শেষ দিকে ফেররান তরেস নিজের দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করেন বার্সার।
এই জয়ে ২৭ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট দাঁড়াল ৬০-এ। সমান পয়েন্ট রিয়াল মাদ্রিদেরও, কিন্তু তারা এক ম্যাচ বেশি খেলেছে। গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে উঠে এসেছে হ্যান্সি ফ্লিকের দল। আরেকদিকে, ৫৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস