লক্ষ্য নাগালে পেয়ে শুরুতেই ম্যাচের শেষ লিখে দেওয়ার মতো শুরু করেন রোহিত শর্মা। তার বিদায়ে ম্যাচে ফেরার আভাস দেয় নিউজিল্যান্ড। কিন্তু দুবাইয়ের ধীর উইকেটে তার ইনিংসই ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে। মধ্যে শ্রেয়াস আইয়ার, কেএল রাহুলরা কার্যকরী ইনিংস খেলে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির তৃতীয় শিরোপা এনে দিয়েছেন।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে টস জিতে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। ভালোই শুরু করেছিল তারা। ওপেনিং জুটিতে যোগ করেছিল ৫৭ রান। কিন্তু ১০৮ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। সেখান থেকে ৭ উইকেটে ২৫১ রানের বেশি করতে পারেনি ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপের ফাইনালে পরাজিত হওয়া নিউজিল্যান্ড।
এলএবাংলাটাইমস/আইটিএলএস