চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ব্যাট করতে নেমে উড়ন্ত শুরু পায় নিউজিল্যান্ড। সাবলীল ব্যাটিংয়ে স্কোরবোর্ডে রান তুলতে থাকেন দুই ওপেনার উইল ইয়োং ও রাচিন রবীন্দ্র। তবে পাওয়ার প্লেতে ভারতকে ব্রেক থ্রু এনে দেন বরুণ চক্রবর্তী। এরপর কিউই শিবিরে আঘাত হানেন কুলদ্বীপ যাদব।
আজ রোববার (৯ মার্চ) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। দেখে শুনে খেলতে থাকেন দুই ওপেনার। কিছুটা আগ্রাসী ব্যাটিং করতে থাকেন রাচিন।
আরেকদিকে দেখেশুনে খেলতে থাকেন উইল ইয়োং। ইনিংসের অষ্টম ওভারে প্রথম উইকেটের দেখা পায় ভারত। দলীয় ৫৭ রানে বরুণের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরে যান ইয়োং। ২৩ বলে ১৫ রান করেন তিনি।
এরপরই ক্রিজে আসা কেইন উইলিয়ামসনকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন রাচিন। তবে দলীয় ৬৯ রানে কিউই শিবিরে আঘাত হানেন কুলদ্বীপ যাদব। ২৯ বলে ৩৭ রান করে আউট হন রাচিন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৭৩ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস