খেলাধুলা

ফাইনালের আগে ইনজুরিতে পড়েছে বিরাট কোহলি

পর্দা নামতে যাচ্ছে চ্যাম্পিয়নস ট্রফির নবম আসরের।  আজ রোববার (৯ মার্চ) শিরোপা জয়ের লড়াইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ভারত। টুর্নামেন্টে এখনও পর্যন্ত একমাত্র অপরাজিত দল ভারত। তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে রোহিত শর্মার দল। কিন্তু ফাইনালের আগে ইনজুরিতে পড়েছে দলের  তারকা ব্যাটার বিরাট কোহলি।  দুবাইয়ে শেষ অনুশীলন সেশনে আঘাত পেয়েছেন কোহলি। অনুশীলনে একটি বল সজোরে তার হাঁটুতে আঘাত করে। এরপরেই মাঠে পড়ে যান ৩৬ বছর বয়সী এই ব্যাটার।
এনডিটিভি এক প্রতিবেদনে জানা যায়, সামান্য হাঁটুর ইনজুরিতে ভুগছেন কোহলি। যদিও তার এই ইনজুরি বড় কোন উদ্বেগের কারণ হবে বলে আশা করা হচ্ছে। তবুও নিশ্চিতভাবে কিছুই বলা যাচ্ছে না।ফাইনাল শুরুর আগেই ব্যাথা কমে যেতে পারে তার।  চলতি আসরে ৪ ম্যাচে ৭২.৩৩ গড়ে ২১৭ রান করেছেন এই ভারতীয় তারকা। পাকিস্তান ম্যাচের সেঞ্চুরি এবং সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮৪ রানের ইনিংস অন্যতম। ফাইনালের আগে এই অবস্থায় তার চোট পাওয়া দলের উপর চাপ বাড়াবে, সেটাই স্বাভাবিক।


এলএবাংলাটাইমস/আইটিএলএস