সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বল হাতে ছন্দে ছিলেন ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ। দুর্দান্ত পারফর্ম করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন এই পেসার। এবার আইসিসির জুন মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি।
জুন মাসের সেরা খেলোয়াড়ের দৌড়ে বুমরাহর সঙ্গে ছিলে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মা ও আফগানিস্তানের ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। তাদেরকে পেছনে ফেলে পুরস্কারটি নিজের করে নিলেন বুমরাহ। মাসসেরার পুরস্কার জেতার পর বুমরাহ বলেন, ‘আইসিসির জুন মাসের সেরা খেলোয়াড় হতে পেরে আমি আনন্দিত। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে স্মরণীয় কয়েকটি সপ্তাহ কাটানোর পর এটা জিততে পারা আমার জন্য বিশেষ সম্মানের। টুর্নামেন্টে আমরা যেভাবে পারফর্ম করেছি এবং ট্রফি উঁচিয়ে ধরেছি, তা ছিল অবিশ্বাস্য। সেই স্মৃতি চিরকাল বয়ে নিয়ে বেড়াব।’ জুনের সেরা খেলোয়াড়ের দৌড়ে থাকা দুজনকে অভিনন্দন জানিয়ে তিনি আরও বলেন, ‘একই সময়ে চমৎকার পারফরম্যান্সের জন্য আমার অধিনায়ক রোহিত শর্মা ও রহমানউল্লাহ গুরবাজকে অভিনন্দন জানাতে চাই। পরিশেষে, আমার পরিবার, সতীর্থ ও কোচদের ধন্যবাদ জানাতে চাই। যারা আমাকে ভোট দিয়েছেন, তাদেরকেও ধন্যবাদ। তাদের সমর্থন দেশের হয়ে নিজের সেরাটা দিতে অনুপ্রাণিত করে।’ সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে মাত্র ৪.১৭ ইকোনমি রেটে, ৮.২৬ গড়ে ১৫ উইকেট নিয়েছেন বুমরাহ। ভারতকে শিরোপা জেতাতে বড় অবদান রাখেন এই পেসার। সেইসঙ্গে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও নিজের করে নেন বুমরাহ। এলএবাংলাটাইমস/আইটিএলএস
জুন মাসের সেরা খেলোয়াড়ের দৌড়ে বুমরাহর সঙ্গে ছিলে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মা ও আফগানিস্তানের ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। তাদেরকে পেছনে ফেলে পুরস্কারটি নিজের করে নিলেন বুমরাহ। মাসসেরার পুরস্কার জেতার পর বুমরাহ বলেন, ‘আইসিসির জুন মাসের সেরা খেলোয়াড় হতে পেরে আমি আনন্দিত। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে স্মরণীয় কয়েকটি সপ্তাহ কাটানোর পর এটা জিততে পারা আমার জন্য বিশেষ সম্মানের। টুর্নামেন্টে আমরা যেভাবে পারফর্ম করেছি এবং ট্রফি উঁচিয়ে ধরেছি, তা ছিল অবিশ্বাস্য। সেই স্মৃতি চিরকাল বয়ে নিয়ে বেড়াব।’ জুনের সেরা খেলোয়াড়ের দৌড়ে থাকা দুজনকে অভিনন্দন জানিয়ে তিনি আরও বলেন, ‘একই সময়ে চমৎকার পারফরম্যান্সের জন্য আমার অধিনায়ক রোহিত শর্মা ও রহমানউল্লাহ গুরবাজকে অভিনন্দন জানাতে চাই। পরিশেষে, আমার পরিবার, সতীর্থ ও কোচদের ধন্যবাদ জানাতে চাই। যারা আমাকে ভোট দিয়েছেন, তাদেরকেও ধন্যবাদ। তাদের সমর্থন দেশের হয়ে নিজের সেরাটা দিতে অনুপ্রাণিত করে।’ সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে মাত্র ৪.১৭ ইকোনমি রেটে, ৮.২৬ গড়ে ১৫ উইকেট নিয়েছেন বুমরাহ। ভারতকে শিরোপা জেতাতে বড় অবদান রাখেন এই পেসার। সেইসঙ্গে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও নিজের করে নেন বুমরাহ। এলএবাংলাটাইমস/আইটিএলএস