সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের স্পিন বোলিং কোচ ছিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার মুশতাক আহমেদ। তার কাজে খুশি হয়ে চুক্তি বাড়ানোর ইচ্ছে প্রকাশ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এদিকে ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবে মুশতাককে নিয়োগ দিয়েছে ইসিবি। চলতি মাসে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে সিরিজ দিয়ে ইংল্যান্ড যুবদলের হয়ে কাজ শুরু করবেন তিনি।
সোমবার (০৮ জুলাই) বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, আগে থেকেই ইংল্যান্ডসহ আরও কিছু চুক্তি করা ছিলো মুশতাক আহমেদের। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আগে থেকেই তার কিছু চুক্তি করা ছিল। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডসহ এর বাইরে আরও কিছু চুক্তি তার করা আছে। মুশতাকের সঙ্গে আজকেও কথা হয়েছে। উনার ডিসেম্বর পর্যন্ত আগের কিছু চুক্তি করা আছে।’
তবে বিসিবি এখনো মুশতাককে পাওয়ার ব্যাপারে আশাবাদী। বিসিবির প্রধান নির্বাহী আরও বলেন, ‘আমরা তার ব্যাপারে আগ্রহী। যেহেতু তার দিক থেকেও ইতিবাচক সাড়া পাচ্ছি, আমরা আপাতত তাকেই বিবেচনা করছি। তার সঙ্গে আমাদের দীর্ঘমেয়াদি চুক্তির ব্যাপারেও কথা হচ্ছে।’ এলএবাংলাটাইমস/আইটিএলএস
এদিকে ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবে মুশতাককে নিয়োগ দিয়েছে ইসিবি। চলতি মাসে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে সিরিজ দিয়ে ইংল্যান্ড যুবদলের হয়ে কাজ শুরু করবেন তিনি।
সোমবার (০৮ জুলাই) বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, আগে থেকেই ইংল্যান্ডসহ আরও কিছু চুক্তি করা ছিলো মুশতাক আহমেদের। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আগে থেকেই তার কিছু চুক্তি করা ছিল। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডসহ এর বাইরে আরও কিছু চুক্তি তার করা আছে। মুশতাকের সঙ্গে আজকেও কথা হয়েছে। উনার ডিসেম্বর পর্যন্ত আগের কিছু চুক্তি করা আছে।’
তবে বিসিবি এখনো মুশতাককে পাওয়ার ব্যাপারে আশাবাদী। বিসিবির প্রধান নির্বাহী আরও বলেন, ‘আমরা তার ব্যাপারে আগ্রহী। যেহেতু তার দিক থেকেও ইতিবাচক সাড়া পাচ্ছি, আমরা আপাতত তাকেই বিবেচনা করছি। তার সঙ্গে আমাদের দীর্ঘমেয়াদি চুক্তির ব্যাপারেও কথা হচ্ছে।’ এলএবাংলাটাইমস/আইটিএলএস