খেলাধুলা

আর্জেন্টিনা-স্পেনের হার, জয় পেয়েছে ব্রাজিল

বিশ্বকাপে দারুণ ছন্দে থাকা আর্জেন্টিনা যেন খেই হারিয়ে ফেলেছে। পর্তুগালের বিপক্ষে ১-০ গোলে হেরেছে মেসির দল। একই অবস্থা ইউরো চ্যাম্পিয়ন স্পেনের। জার্মানির বিপক্ষে তারাও হেরেছে ১-০ গোলে। তবে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল। ২-১ গোলে অস্ট্রিয়াকে হারিছে সেলেসাওরা।মঙ্গলবার দিবাগত রাতে ম্যানচেষ্টারে ইউনাইটেডের স্টেডিয়ামে খেলার পর্তুগালের বিপক্ষে চড়াও হয়ে খেলতে থাকে আর্জেন্টিনা। ১২তম মিনিটেই এগিয়েই যেতে পারতো আর্জেন্টিনা। মেসির নেয়া শট পর্তুগালের গোলরক্ষকের দুই পায়ের মধ্যে দিয়ে গেলেও বল গোলপোস্টে লেগে ফিরে আসে।সুযোগ পেয়েছিলেন পর্তুগাল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। ২৯তম মিনিটে দারুণ একটা সুযোগ পেয়েও নষ্ট করেন ক্রিস্তিয়ানো রোনালদো। ডি বক্সের মধ্যে দুই জনকে চমৎকারভাবে কাটিয়ে গোলমুখে শট নিলেও তা ক্রসবারের উপর দিয়ে চলে যায়। এরপর প্রথমার্ধে আর কোন দলই তেমন সুযোগ পাননি।প্রথমার্ধ শেষে ক্রিস্তিয়ানো রোনালদো ও মেসির উঠিয়ে নেন কোচরা। এরপর থেলার গতি কিছুটা নেতিয়ে পড়ে। স্টেডিয়ামে আশা সমর্থকরা দুয়ো ধ্বনি দিতে থাকেন। ম্যাচের ইনজুরি সময়ে গেরেসমার ক্রস থেকে রাফায়েল গারা গোল করে পর্তুগালের জয় নিশ্চিত করেন।অপর থেলায় স্পেনকে হারিয়ে ২০০৮ ইউরোর ফাইনালে ও ২০১০ বিশ্বকাপের সেমিফাইনালে হারের প্রতিশোধ নিয়েছে ইওয়াকিম লুভের জার্মানি। খেলার ৮৯ মিনিটে গোল করেন রিয়াল মাদ্রিদের ডিফেন্সিভ মিডফিল্ডার টনি ক্রস। এর আগে গোটসের দারুণ এক ভলি আটকে দেন ইকার ক্যাসিয়াস।ভিয়েনায় অপর প্রীতি ম্যাচে অস্ট্রিয়াকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। ৬৪ মিনিটে ডেভিড লুইজের করা প্রথম গোলে এগিয়ে গিয়েছিল ব্রাজিল। কিন্তু ৭৫ মিনিটে আলেকজান্ডার দ্রাগোভিচ পেনাল্টি থেকে খেলায় সমতায় ফেরে অস্টিয়া। এরপর বদলি হিসেবে নেমে ৮৩ মিনিটে গোল করেন ফিরমিনহো। এটি কোচ দুঙ্গার অধীনে ব্রাজিলের টানা ষষ্ঠ জয়।