বাংলাদেশ পুলিশ ক্রিকেট চ্যাম্পিয়নশীপ (আইজিপি কাপ) ক্রিকেট টুর্নামেন্টে রেঞ্জ পর্যায়ে সিলেট জেলা পুলিশ চ্যাম্পিয়ন হয়েছে।
রোববার (২১ জানুয়ারি) সুনামগঞ্জ পুলিশলাইন্স মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় হবিগঞ্জ জেলা টিমকে হারিয়ে ৭ উইকেটে বিশাল ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সিলেট জেলা পুলিশ।
টসে জিতে প্রথমে ব্যাটিং করে হবিগঞ্জ জেলা পুলিশ টিম। হবিগঞ্জ জেলা টিমের করা ১৫৮ রান তাড়া করতে নেমে ৭ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় সিলেট জেলা পুলিশ টিম।
সিলেট জেলা টিমের কনস্টেবল হৃদয় চন্দ্র দাশ ম্যান অব দা ম্যাচ এবং সেরা বোলার হয়েছেন কনস্টেবল জনি চৌধুরী।
বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন, সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার), পিপিএম (সেবা)। এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন।
এর আগে, গত ১৫ জানুয়ারি সুনামগঞ্জ পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশ ক্রিকেট চ্যাম্পিয়নশীপ (আইজিপি কাপ) ক্রিকেট টুর্নামেন্টে রেঞ্জ পর্যায়ের খেলা শুরু হয়। যার সার্বিক তত্ত্বাবধানে ছিল সুনামগঞ্জ জেলা পুলিশ।
বাংলাটাইমস/আইটিএলএস
বাংলাটাইমস/আইটিএলএস