খেলোয়াড়ি জীবনে গোল, শিরোপাসহ প্রায় সবক্ষেত্রেই তুমুল প্রতিদ্বন্দ্বিতা চলে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর। মাঠের খেলায় দুজন এখন দুই প্রান্তে। একজন সৌদি লিগ মাতাচ্ছেন, আরেকজন ব্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্রের লিগে। তবে এখনও দুজনের প্রতিদ্বন্দ্বিতার ধার কমেনি। ভক্ত-সমর্থকদের আগ্রহ কি কমেছে? মোটেও না। সোশ্যাল মিডিয়ায় কার কত অনুসারী এসব নিয়েও তর্ক চলে হরহামেশা।
তেমনই এক প্রতিযোগিতায় সব ক্রীড়াবিদকে পেছনে ফেলে টানা তৃতীয়বারের মতো প্রথম হয়েছেন পর্তুগিজ সুপারস্টার। পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী টানা তৃতীয় বছরের মতো ইনস্টাগ্রামের শীর্ষ আয়ের ক্রীড়াবিদ হয়েছেন।
গত মাসে মেসিকে টপকে রীতিমতো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছিলেন রোনালদো। ২০২৩ সালে সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড়দের তালিকায় রোনালদোর সবার ওপরে থাকার বিষয়টি নিশ্চিত করে গিনেস কর্তৃপক্ষ। এবার ২০২৩ সালের ইনস্টাগ্রামে শীর্ষ আয়ের ব্যক্তি হলেন সিআরসেভেন।
তালিকাটি তৈরি করেছে ইনস্টাগ্রাম শিডিউলিং টুল হুপার এইচকিউ। তাদের ডেটা অনুযায়ী, রোনালদো ইনস্টাগ্রামে প্রতিটি পোস্টের জন্য ৩.২৩ মিলিয়ন ডলার পান। ইনস্টাগ্রামে তার অনুসারী প্রায় ৬০ কোটি। এখানেও রোনালদোর নিকটতম প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। আর্জেন্টিনার কাতার বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক প্রতিটি পোস্টের জন্য পান ২.৬ মিলিয়ন ডলার।
এলএবাংলাটাইমস/আইটিএলএস